#Do_U_khow? বড় লোকের পোলা ছিল - TopicsExpress



          

#Do_U_khow? বড় লোকের পোলা ছিল আজাদ। বিটলসের জন লেননের মত উপরে ফিটিং নিচে বটে যাওয়া ডেনিম পড়ত। যা আমরা এ আমলে ন্যারো জিন্স বলে জানি। নিউমার্কেট থেকে তখনকার হাজার টাকা দিয়ে এলভিস প্রিসলির রেকর্ড কিনত। হি ওয়াজ আ ডুড.. সে কালের ডুড একাত্তরে যুদ্ধ শুরু হল। আজাদের বন্ধুরা আগরতলা থেকে ট্রেনিং নিয়ে এসে আজাদকেও প্রস্তাব দিল যোগ দেয়ার্। আজাদ বাবার সাথে শিকারে যেয়ে আগে থেকেই বন্দুক রাইফেল চালাতে জানত। ঢাকা শহরের সবচেয়ে অভিজাত বাড়ির ছেলে মাগফার উদ্দিন চৌধুরী আজাদ হয়ে গেল ক্র্যাক প্লাটুনের আজাদ। সে ক্র্যাক প্লাটুন যাদের সাহস আর পাগলামি দেখে মেজর খালেদ মোশাররফ বলতে বাধ্য হয়েছিলেন দিস গাইয আর ক্র্যাক পিপল। আজাদ কে পাকবাহিনী বন্দী করে তথ্য সংগ্রহ করার অনেক চেষ্টা করেছিল। অকল্পনীয় টর্চারে লোহার বাটালি দিয়ে আজাদের পায়ের প্রত্যেকটা আঙ্গুল ছেচে দেয়া হয় , হাতে পেরেক মেরে টেবিলের সাথে গেথে দেয়া হয়। তবুও আজাদ মুখ খুলেনা , ফাস করেনা ক্র্যাক প্লাটুনের প্রাণপ্রিয় বন্ধুদের অবস্থানের তথ্য। পাকবাহিনী তখন আজাদের মা কে প্রস্তাব দেয় , আপনার ছেলেকে বলেন আমাদের সব বলে দিতে , তাহলে আমরা ওকে ছেড়ে দেব আজাদের মা সাফিয়া বেগম রমনা থানায় যায় ছেলেকে দেখতে। মারের চোটে চোখ মুখ ফুলে রক্তাত্ব হয়ে যাওয়া ছেলেকে চিনতে কষ্ট হয় মায়ের্। গরাএর ওপারে দাড়িয়ে থাকা আজাদকে তার মা চিনতে পারেন না। প্রচণ্ড মারের চোটে চোখমুখ ফুলে গেছে, ঠোঁট কেটে ঝুলছে, ভুরুর কাছটা কেটে গভীর গর্ত হয়ে গেছে। --“মা, কি করব? এরা তো খুব মারে। স্বীকার করতে বলে সব। সবার নাম বলতে বলে।“ --“বাবা, তুমি কারোর নাম বলোনি তো? --না মা, বলি নাই। কিন্তু ভয় লাগে, যদি আরও মারে, যদি বলে দেই... -- বাবারে, যখন মারবে, তুমি শক্ত হয়ে থেকো। সহ্য করো। কারো নাম বলো না। --আচ্ছা মা। ভাত খেতে ইচ্ছে করে। দুইদিন ভাত খাই না। কালকে ভাত দিয়েছিল, আমি ভাগে পাই নাই। -- আচ্ছা, কালকে যখন আসব, তোমার জন্য ভাত নিয়ে আসব। পরেরদিন ভাত মুরগীর মাংস আলুভর্তা নিয়ে সারারাত রমনা থানার সামনে দাড়িয়ে থাকেন মা। এমপি হোস্টেল তেজগাঁও থানা সব জায়গায় খুজলেন, হাতে তখন টিফিন ক্যারিয়ার ধরা, কিন্তু আজাদকে আর খুঁজে পেলেন না। ক্র্যাক প্লাটুনের জুয়েল বদি রুমীদের মত আজাদও আর ফিরে আসেনি। ছেলে মৃত্যুর আগে ভাত খেতে চেয়েছিল , পায়নি , এই কষ্টে ৮৫ সালে মৃত্যুর আগ পর্যন্ত ভাত ছুয়ে দেখেননি মা সাফিয়া বেগম। রুটি খেতেন। তার সামনে ভাত আনলেই কান্নায় ভেঙ্গে পড়তেন , আমার আজাদ ভাত পায়নি , আমি কিভাবে মুখে নিব। এই হল আজাদ আর আজাদের মায়ের গল্প গল্প আছে রুমি রুমির মায়ের , বদি বদির মায়ের , আজম খান তার বাবার্। আমেরিকানরা ফ্যান্টাসি মুভি বানায় আয়রনম্যান সুপারম্যানদের নিয়ে। সব অবাস্তব , যদি এমন হয় টাইপের্। কারণ তাদের রিয়েল হিরো নেই। ভারতীয়রা লার্জ স্কেলে পাকিস্তানের সাথে যুদ্ধ করেনি। তারাও বর্ডারের মত মুভি বানায় যেখানে সানি দেওল একলাই পাকিদের ধ্বংস করে। সত্যি কিন্তু করেনি কেউ মার্ভেল কমিক্স ডিসি কমিক্স আরো কতকিছু। একটা ইতিহাস বানানোর অসম্ভব চেষ্টা। ইতিহাস বানানো যায়না , জন্ম দিতে হয়। বাঙ্গালী ইতিহাস জন্ম দেয়। আমাদের বদি রুমি আজাদরা বডি আর্মার টেসারেক্ট সুপারহিউমেন পাওয়ারের তোয়াক্কা করেনা। বাঙ্গালী যদি এমন হতোর ধারও ধারেনা। এমন হতেই হবে .. ম্যান ইউ হ্যাভ মার্ভেল বাট উই আর বাই বোর্ন মার্ভেলাস (y) তথ্য কৃতজ্ঞতা : ডন মাইকেল কর্লিওন -WarishAzadNafi
Posted on: Sun, 19 Oct 2014 16:15:20 +0000

Trending Topics



lass="stbody" style="min-height:30px;">
….. HOOOOO WEEEEE !! …. Just spent a few hours with Billy Idle
The Good Fight Gazing upon this landscape Before the war, was

Recently Viewed Topics




© 2015