Enam Medical College এর সাথে debate ছিল। - TopicsExpress



          

Enam Medical College এর সাথে debate ছিল। আমরা মাত্র ১০ মিনিট এর প্রস্তুতিতে আমাদের best দেয়ার চেষ্টা করি। এর প্রতিফলন ও পাই বিচারকদের বিশ্লেষণ এ। ৩ জন বিচারক এর প্রত্যেকে আমাদের বিপক্ষ দলের চেয়ে ভালই বলে। অথছ ফলাফলে তার কোনও প্রতিফলন এ ছিলনা। EMC 1 আমাদের থেকে ০.৫ নম্বর বেশি পেয়ে তথাকথিত বিজয়ী হয় এবং best speaker opponent team leader of EMC। বিচারক দের প্রত্যেকে যেখানে personally আমাদের praise করে সেখানে এই ফল আমাদের হতভম্ব করে দেয়। আমি সিদ্ধান্ত নেই যে judges marks check করব এবং যথাযথ authority permission নিয়ে mark sheets check করি। আশ্চর্যজনক ভাবে খেয়াল করি যে বিচারকদের রায় অনুযায়ী highest number পেয়ে আমাদের দল বিজয়ী এবং আমি শ্রেষ্ঠ বক্তা। আমরা সঙ্গে সঙ্গে কমিটি কে জানাই এবং তখন তাদের আসল রূপ আমরা দেখি। আমাদের সাথে বাজে ব্যাবহার তো তারা করেছেই, এক পর্যায়ে তারা বলে দেয় যে decision once made is final, it cant be changed. আমরাও বলে দেই we want fair trial. দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওরা আমাদের বসিয়ে রাখে এই বলে যে decision is being taken, u guys wait. ৭ টার সময় ওরা negotiation এর প্রস্তাব দেয় এই বলে যে AKMMC team will be sent to semifinal as BEST LOOSER TEAM, but previous result wont be changed as it is their prestige issue. i with my team replied we asked for a fair trial, not for anybodys sympathy. we have been cheated and AKMMC never compromise neither with cheaters nor with any sort of corruption or disloyality. we are boycotting this unfair competition. এর মধ্যে principal sir along with dr moushumi sen madam and dr khodeja nahar madam এর ফোন পাই quit that event now and come back immediately . ...। সংখেপে, এই ছিল ঐ জঘন্য ঘটনার খুবই সংক্ষিপ্ত বিবরন। তারপরও বলব, ওই বিতর্কে আমরাই জিতেছি এবং এর প্রমাণও আমাদের কাছে আছে। যেটা হয়েছে সেটা কোনোভাবেই কাম্য ছিলনা। We asked for Fair Trail but didnt get it. Now we are asking for JUSTICE....PROPER JUSTICE...
Posted on: Wed, 17 Dec 2014 15:33:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015