FBI সম্পর্কিত কৌতুকটায় - TopicsExpress



          

FBI সম্পর্কিত কৌতুকটায় খুব মজা পেলাম। জেনেশুনেই সিকিউরিটি কোম্পানি গুলো এইরকম নামে ব্যবসা শুরু করে। আজ ইসলামী ব্যাংকের ব্যাপারে দেয়া স্ট্যাটাস দেখে ভাবলাম , আমার কিছু বলা দরকার। ইংরেজিতে একটা phrase আছে, Missionary zeal . শব্দটি এবং এর অন্তর্নীহিত মানেটা আমরা সবাই জানি। কিন্তু জেনারেল জিয়া এবং জেনারেল এরশাদের ছত্রচ্ছায়ায় জামাত বিনা বাধায় ঐ মিশনারী জীল নিয়ে ইসলামী ব্যাংক করেছে, মানারাত স্কুল থেকে বিশ্ববিদ্যালয় করেছে, ইবনে সিনা ক্লিনিক থেকে ঔষধ কারখানা করেছে, যানবাহন থেকে হোটেল মোটেল করেছে। এক কথায়, যখন যেটাতে হাত দিয়েছে, সেই ব্যবসার শাখা প্রশাখায় ঢুকেছে। ফিরে যাই ইসলামী ব্যাংকের কথায়। ব্যাক্তিমালিকানায় ব্যাঙ্ক এর সুদূরপ্রসারি পরিনতি সম্পর্কে জামাত বরাবরই সন্দেহপ্রবন ছিল। বিএনপি এবং এরশাদ যেমন মনে করতো যে আওয়ামী লীগ আর কখনও ক্ষমতায় আসবেনা, জামাত সেভাবে কখনোই সম্ভাবনাটা উড়িয়ে দেয়নি। তাই আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে সব ব্যাঙ্ক জাতিয়করন হয়ে যাওয়ার সম্ভাবনা, কিংবা জামাতি প্রতিষ্ঠানের উপর আক্রমণের সম্ভাবনা মাথায় রেখে কাজ করেছে বলে মনে করি। আর তাই ইসলামী ব্যাংকের মালিকেরা সবাই কুয়েতী, কাতারি, সৌদি এবং UAE- র লোক। এখন সরকারের হাতে একটা সুন্দর অস্ত্র আছে, জঙ্গি সংগঠন সব বাজেয়াপ্ত এবং বন্ধ করে দেয়া যায়। আমেরিকা ইসলামী ব্যাংককে মানি লন্ডারিং এর অপরাধে দোষী সাব্যস্ত করার পথে ছিল। কিন্তু লবিইং করে জামাত সেই প্রক্রিয়াকে কংগ্রেসে থামিয়ে রেখেছে। এদিকে আমাদের দেশের সরকার জামাত শিবিরকে এখনও জঙ্গি সংগঠন হিসাবে নিষিদ্ধ করেনি। করলে জামাতের মালিকানার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। কিন্তু যেগুলোর মালিকানা জামাত কিংবা সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের নামে নেই, সেগুলোকে সরকার কিছুই করতে পারবেনা। পারবে যদি ঐসব সংগঠন গুলোর জঙ্গিবাদে মদদ দেয়ার প্রমান পাওয়া যায়। ইসলামী ব্যাংক এর বেলায় সরকার একটু সক্রিয় হলে সন্ত্রাসী ফান্ডিং দেখিয়ে জাতিয়করন করা যাবে।কিন্তু আরব দেশগুলোর পেশীশক্তি থাকলে আমেরিকা ওপথে কোন সহযোগিতা করবেনা সরকারকে। তবে আরবরা খুবই দূর্বল মনে করি, কারন আমেরিকার জঙ্গিবাদের লিস্টে ইসলামী ব্যাংকের নাম আসবে, এরকম সম্ভাবনা দেখা দিতেই কিছু আরব দেশ আতঙ্কে ঐ ব্যাঙ্কের শেয়ার বিক্রি করে দেয়ার নোটিশ দিয়েছিল।কিন্তু জামাত ততক্ষণে কংগ্রেসকে ম্যানেজ করে ফেলেছে। ২. নাম পাল্টে hunger থেকে হয়েছে সুজন। কিন্তু স্বভাবচরিত্র পাল্টাবার নয়। নিজে বিএনপি সরকারের তাঁবেদারি করে গুলশানে সত্তর কোটি টাকার জমির মালিক হয়েছে, এবং সেই জমিতে আলিসান ছয় তলা দালান বানিয়েছে। এনজিও ব্যাবসা করে এতো সম্পদের মালিকের হলি? আরে মজুমদার, তুই কস্ কি? কোটিপতি হলে কোন মানুষ এমপি হতে পারবেনা! আর তুই দিব্যি আয়কর বিভাগের নজরদারির বাইরে শতকোটি টাকার সম্পদের মালিক হয়ে যাবি? (মুরুব্বি বার্তা) By Omi Rahman Pial
Posted on: Wed, 19 Mar 2014 14:50:08 +0000

Trending Topics



à base
***Specials starting tomorrow 4th July*** Siamese Fighting Fish
HOW TO BREAK OF FROM A STRONG MAN IN YOUR LIFE; Who is this

Recently Viewed Topics




© 2015