Good Morning. Have a Good Day! :) Be Patience & Must Read - TopicsExpress



          

Good Morning. Have a Good Day! :) Be Patience & Must Read this.. ফেসবুকে আমার বন্ধু আছে চারশো বাইশজন, তবু আমি একা। সবার সাথে প্রায় প্রতিদিনই আমার কথা হয়, তবু কাউকেই বাস্তবে দেখতে পাই না। মুঠোফোন বা কম্পিউটারের সাহায্যে যোগাযোগ করলে কোনো মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি না আমি, শুধু কিছু মানুষের নাম কম্পিউটার বা মুঠো ফোনের মনিটরে পড়তে পারি। এই বোধটা কেন জানি আমি ভুলতে পারি না। যখন একটু পেছনের দিকে তাকাই, বুঝতে পারি, আমরা প্রতিদিন কথা বলছি সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল নেটওয়ার্ক-এ। যখন আমরা আমাদের কম্পিউটার খুলি, তখন যেনবা ঘরের দরজাটা বন্ধ করে দেই প্রায় সবাই। প্রযুক্তি আসলে মায়া বা মোহ ছাড়া কিছু না। এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বন্ধুত্বের প্রতিচ্ছবি থাকে সেটাও এক ধরনের মায়া। যখন এই যন্ত্রের মোহ বা মায়া আমরা ছাড়তে পারবো, তখনই মায়া আর বিভ্রান্তি থেকে ঘুম ভাঙবে আমাদের। এখন পৃথিবীটা এমন হয়ে উঠেছে, যেখানে নিজের সৃষ্টি করা প্রযুক্তির দাস মানুষ নিজে, পৃথিবীতে রয়েছে অবাধ তথ্য, তবু সেই তথ্যবিক্রির অধিকার রয়েছে শুধুকিছু লোভী, স্বার্থপর আর অমানুষদের। আমরা এমন এক পৃথিবীতে বসবাস করছি যেখানে নিজের স্বার্থ, চাওয়া পাওয়ার হিসেব ও আত্মপ্রচার নিয়েই সবাই ব্যস্ত। পৃথিবীতে সবাই নিজের শ্রেষ্ঠত্বের জন্য লড়াই করছে, আর সময়ের সাথে মিলিয়ে যাচ্ছে মানুষের আত্মার আবেগ। অসাধারণ লাগে যখন কোনো ঘটনা বা অভিজ্ঞতা আমরা বন্ধুদের সাথে বা প্রিয়জনের সাথে শেয়ার করি, কিন্তু এমন যদি হয় যে, কোনো বন্ধুই পাশে নেই তাহলে? জীবনে প্রতিনিয়ত বন্ধুদের সময় দিন, তাহলে তারাও আপনাকে সময় দিবে। যদি একটি গ্রুপ মেসেজেই সবকিছু বলে দেয়ার চেষ্টা করেন আপনি, তাহলে কোনোদিনই বন্ধুদের আত্মার ছোঁয়া পাবেন না আপনি। আমরা রঙ চড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু লিখি, কিন্তু এটি যে সত্যিই একটি সামাজিক বিভ্রম সে বিষয়ে কখনো চিন্তা করি না। আমরা চকচকে একটি ধাতব যন্ত্রের সাহায্যে অনেক কিছু বলি, লিখি, কিন্তু জানতে পারি না যে, সে কথা শুনে সে মানুষের অভিব্যক্তিই বা কেমন হচ্ছে, মানুষের চোখের দৃষ্টি কখন হাসিতে উদ্ভাসিত, কিংবা কান্নায় ভিজে আসছে কী না! একাকী জীবন যাপন করা কখনোই কোনো সমস্যা না। আপনি যদি একটি বই পড়েন, কিংবা ছবি আঁকেন কিংবা কোনো ভালো কিছু নিয়ে সময় কাটান, তা অবশ্যই আপনাকে ভালো লাগা দিবে। নিজের জন্য ভালো কিছু করার পুরো অধিকার রয়েছে আপনার। কিন্তু আজ থেকে আপনি যখন রাস্তায় থাকবেন, নিজেকে একা ভাবতে শুরু করুন, মনে করুন পকেটে কিংবা কাঁধব্যাগে কোন ফোন বা কম্পিউটার নেই। প্রতিবার চেষ্টা করুন নিজের হাতের দিকে তাকাতে, ভাবুন পকেটে কোনো ফোন নেই। এমনকি রাস্তা খুঁজতে ফোনব্যবহারের প্রয়োজনীয়তাবাদ দিয়ে ফোনের কললিস্ট বা অ্যাডরেস লিস্টে থাকা কোন মানুষকে ফোন করার কথা ভুলে যান। রাস্তায় পাশে হেঁটে যাওয়া মানুষকে জিজ্ঞেস করুন, নিশ্চিত থাকুন, সে আপনাকে পথ বলে দিবে। একটি ব্যস্ত ট্রেনের অসহ্যনীরবতা আমাকে ভীষণ কষ্ট দেয়। কেউ কথা বলবে না, পাশাপাশি বসে থাকবে কিন্তু কেমন যেন উদাসীন দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকবে, এমন কিছু আমি কল্পনাও করতে পারি না। আমরা সবাই কেমন যেন অসামাজিক হয়ে পড়েছি, কেউ কারো সাথে কথা বলতে, গল্প করতে এমনকি কারো চোখের দিকে তাকাতেও স্বস্তি বোধ করি না। ভেবে দেখেছেন, শিশুদের কিন্তু আমরা প্রচণ্ড ভালোবাসি, কিন্তু যখন জন্ম হয় তারপর থেকেই শিশুরা দেখতে পায় আমরা যন্ত্র ব্যবহার করা এক একটি রোবট, ভয়ের বিষয় শিশুরা মনেও করছে যে, যন্ত্র ব্যবহার করতে করতে মানুষ যান্ত্রিক মানব হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আপনি খুব সম্ভবত পৃথিবীর সেরা বাবা হতে চান অথচ আপনি আইপ্যাডের সহায়তা ছাড়া নিজের সন্তানকে আনন্দ দিতে পারেন না। মনে পড়ে আমি যখন শিশু ছিলাম, তখন কখনো ঘরে থাকতাম না আমি। মনে পড়ে বন্ধুদের সাথে প্রতিদিন দৌড়ে বেড়াতাম, দৌড়াতে দৌড়াতে কখনো গর্তে পড়ে যেতাম, হাঁটুতে ব্যাথা পেতাম, কাঁদতাম, কিন্তু থামতাম না। নিজেরা নিজেরা মাটি দিয়ে খেলার ঘর তৈরি করতাম, গাছে চড়তাম, অনেক কিছু করতাম। বিস্ময় নিয়ে দেখি এখন পার্কগুলো অনেক শান্ত। পার্কে গেলে কেমন যেন একটি শীতল অনুভূতি পাই আমি। এখন পার্কে গেলে বাচ্চাদের দেখা পাই না, দেখতে পাই না যে, শিশুরা খেলছে আর ছুটে বেড়াচ্ছে। শিশুদের নিয়ে আমরা বড়রা খেলাধুলা করার উৎসাহ পাই না, বাচ্চাদের নিয়ে ধর্মীয় উপাসনালয়ে যাওয়ারও সময় থাকে না আমাদের। Courtesy - #Gerry_Turk ভাষান্তর - একুয়া রেজিয়া from - aquarezia Youtube video link - https://youtube/watch?v=Z7dLU6fk9QY
Posted on: Sat, 10 Jan 2015 02:46:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015