Guys, Im in serious trouble here, need help. :3 আজকে - TopicsExpress



          

Guys, Im in serious trouble here, need help. :3 আজকে CPU Temperature দেখে মাথা খারাপ হয়ে গেলো, এতো বেশি হবে ঘুনাক্ষরেও ভাবতে পারি নাই কখনো, দেখেই বেশ বিপদজনক মনে হইল। বুঝতেওছিনা যে সেনসর গুলা আদৌ সঠিক রিডিং দিচ্ছে কিনা। Turbo Mode দিয়ে প্রায় 3.6GHz এর কাছাকাছি স্পিড এ i5 4570 চালাচ্ছি কিন্তু Idle অবস্থাতেই এর Temperature এত কেমনে উঠল তা-ই মাথায় ঢুকিতেছে না,,,,[উপরে ডান দিকে দেখেন CPU Usage মাত্র 4%], আমি এতোদিন ধরে Intel Stock Cooler ব্যাবহার করতেছি কিন্তু এরকম খারাপ অবস্থা কখনো হইতে দেখি নাই। 90+ তো দুরের কথা আগে ২-২.৫ ঘন্টা গেমিং করেও 70°C এর উপরে উঠতো না। তবে স্বস্তির ব্যাপার আমার R9 270X Vapor X এর Temp ঠিক আছে। এখন আপনাদের সাহায্য চাই, এই সমস্যার কারন কি? আমার কেসিং ও বেশ বড়(Thermaltake Dokker) এবং ৬টা 120MM ফ্যান লাগানো, ৩টা ইনটেক, ৩টা এক্সহাওস্ট, অতএব কেসিং এর এয়ারফ্লো যথেষ্ট আছে। আর পিসি কিনসি বেশিদিন হয় নাই তাই মনে হয় না থারমাল পেস্ট এর কারনে হচ্ছে এটা। এখন কি করি? Cooler Master Hyper 212 EVO কিনব নাকি একটা? যেভাবেই হোক এই অবস্থা থেকে মুক্তি চাই! :( কেউ আমারে বাচাও! [P.S: My mobo: ASRock Fatal1ty B85 Killer, RAM: Transcend JetRAM 8GB(4GBx2 in Dual Channel), PSU: GIGABYTE Superb E570, HDD: WD Blue 1TB] Softwares Used to Read Temp, Clockspeed & Usage: ASRock F-Stream Tuning, HW Monitor, CPU-Z, Iobit Performance Monitor
Posted on: Sun, 10 Aug 2014 07:43:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015