♥ HUMAN RELATIONS ♥ H = Have self control (নিজের - TopicsExpress



          

♥ HUMAN RELATIONS ♥ H = Have self control (নিজের উপর নিয়ন্ত্রণ) U = Understanding from others view point (অপরের অবস্থান থেকে চিন্তা করা) M = Make others interest as your own (নিজের মতো অপরের আগ্রহও তৈরী করা) A = Admit when you are wrong (নিজের ভুল স্বীকার করা) N = Never criticize publicly (সবার সামনে সমালোচনা না করা) R = Reasons should be constructive (প্রতিটি কাজের গঠনমূলক কারণ থাকা) E = Explain precisely and to the point (সংক্ষেপে এবং ঠিক বিষয়ের ব্যাখ্যায় পারঙ্গম হওয়া) L = Lead but do not drive (দিক নির্দেশক হওয়া, কিন্তু চালক না হওয়া) A = Avoid quick judgment (অতিদ্রুত বিচার করা যাবে না) T = Take care of little things (বিষয় যত ক্ষুদ্রই হোক তা বিবেচনায় আনা) I = Inform others about the matter (সবাইকে জানানো) O = Offer helpful suggestion (অপরকে সাহায্য করা) N = Never forget to praise for a job well done (ভাল কাজের জন্য উপযুক্ত সন্মান জানানো) S = Stress the positive (ধনাত্মক চিন্তার অধিকারী হওয়া)।
Posted on: Tue, 19 Aug 2014 03:42:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015