In JGCC ঘটনা -1.. একটা জেল - TopicsExpress



          

In JGCC ঘটনা -1.. একটা জেল খানায় ক্লাস 12 এর (গ্রীন হাউস ) কথা বলার ডেট (শনি সোম বুধ), কিছু দিন আগে কোনো এক শনি বারে simple একটা বিষয় নিয়ে তুমুল ঝগড়া এবং প্রচন্ড বাজে আচরন শো করল । পুরা ২১ মিনিট ঝাড়া হলো আমাকে । কার কাছে কি আন্দাজি শুনছে আমার নামে কে জানে । i had no chance to speak out then ! শেষে আমাকে বলল জীবনেও আমাকে আর কল দিবেনা :-( কি আর করার । আমি পুরাই দোচনা বনে গেলাম ।পরদিন রবিবার সকাল ১০ টায় একটা grameen নম্বর থেকে ফোন ... আমি :হ্যালো কেডা ভাই.. ওপাশ এর জন চুপ করে আছে jst নি:শ্বাস এর শব্দ শোনা যাচ্ছে । আমি তাতেই বুজতে পারছি আসলে কে । হঠাত ওপাশ থেকে ফিসফিস করে একটা আওয়াজ এই হ্যালো আমি বলছি । আমি : কি বলো এখন তো তোমার academics এ থাকার কথা । তুমি কোথায় ? ইয়ে মানে আমি হাউস এ । আমি: তো ফিসফিস কেন ? আমি এখন লকার এর ভেতর লুকিয়ে আছি তাই :-( আমি : ফোন পাইলা কৈ ? এক frnd কাছে নিলাম আমি :তা তুমি না কাল বললা যে আর কল দিবানা আর আজ এতো risk নিয়ে ফোন দিছো কেন ? কাল অনেক বাজে behave করছি তাই সরি বলার জন্য ফোন দিছি । আমি :তোমার সাথে কথা নেই রাখলাম । এই শোনো প্লিজ বললাম তো সরি ।আসলে খুব ইচ্ছে করছিলো ঝগড়া করার তাই অমন করছি । আর এমন হবে না সরি সরি অনেক গুলা সরি । আসলে frnds রা প্লান করে এটা করছি যে কে কতক্ষন রাগ করে থাকতে পারে । আমি সব থেকে কম সময় রাগ করে থাকতে পারছি । :-( কি বুজলা বলো তো ? আমি :হমম বুজলাম U love me very very much among of all ur frnds. তাই না ? 222 : হমম ঠিক তাই :-) এখনো বুজলাম না GC রা এত ভালোবাসা রাখে কৈ ! suppose মনে করেন কেউ নতুন বিয়া করছে । এই ধরেন ১৫ মাস । বিয়ার ৫ দিন পর যদি স্বামী কোনো কারনে জেলখানায় যায় এবং টানা ১৫ মাস ধরে যদি জেলখানায় বন্দি থাকে তাইলে ঐ নতুন বিয়া করা বৌ এর অবস্থা কিরুপ হবে ?? :-( এটা চিন্তার বিষয় । দেখা গেলো স্বামি জেলে আছে ।ফোন এ কথা বলার মতো কোনো কোনো স্কোপ নাই ।জেল কর্তৃপক্ষ ফোন দেয় কথা বলার জন্য ৭ দিন এ একদিন মাত্র ৫ মিনিট তাও আবার ঐ নতুন বৌ ঝগড়া করেই কাটিয়ে দেয় । ভালো করে কথা বলবেই বা কেমন করে ফোন দিয়ে পাশে দাড়িয়ে থাকে পুলিশ । পুলিশ এর সামনে কি আর বৌ এর সাথে স্বামি সুলভ কথা বলা সম্ভব ? যদিও বা কখনো পুলিশ ২ , ১ মিনিট এর জন্য থাকেনা তখন আবার আশ পাশ ভরা থাকে ঐ জেলখানার ই জুনিয়র কয়েদি দ্বারা । তাই মনের কথা মনেই রাখতে হয় । দেখা করার সুযোগ খুব ই কম । বছরে মাত্র ২ থেকে ১ বার । :-( আসলে কিছুদিন যাবত্‍ আমার অবস্থা ঐ নতুন বৌ এর মতো খারাপ ছিলো । তবে এখন একটু ভালো আছি । বি দ্র : জেলখানা - #রাজিয়া হাউস ( jgcc ) কয়েদি : 222 (তসলিম ভাই) পুলিশ : হাউস মাষ্টার জুনিয়র কয়েদি : ক্লাস 7 to 11
Posted on: Mon, 17 Nov 2014 15:13:21 +0000

Trending Topics



v>

Recently Viewed Topics




© 2015