please like for theyre creadit :বোর্ড - TopicsExpress



          

please like for theyre creadit :বোর্ড পরীক্ষার প্রশ্ন মেডিকেল ভর্তি পরিক্ষার প্রশ্ন সহ উত্তর।। MusT Share it. মেডিকেল কলেজ ভর্তি,:-২০১৪ 1. ভ্রান্ত সিলোমযুক্ত প্রাণীর পর্ব কোনটি? Ans: B. Nematoda 2. নিচের কোনটি নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে জ্বালানিরূপে ব্যবরহৃত হয়? Ans: B) (_^235)⋃ 3. একটি সিলিন্ডারের দৈর্ঘ্য 722 মিটার। যদি উহার আয়তন 4m3 হয়, তাহলে উহার ব্যাস কত হবে? Ans: B. 4m 4. Fill in the blank with the correct option. No one can ______ that he is clever. Ans: C. deny 5. বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয়- Ans: B. ৭ই এপ্রিল 6. হাইড্রার মুকুল কি কাজে ব্যবহৃত হয়? Ans: B. অযৌন প্রজনন 7. ফটোকেমিক্যাল স্মোগ তৈরিতে কোন্ বায়ুদূষক ভূমিকা রাখে না? Ans: D. CFC 8. একটি বল 20ms-1 বেগে অনুভূমির সাথে 450 কোণে নিক্ষেপ করা হলো। বলটি কত দূরত্বে পড়বে? Ans: D. 40m 9. Fill in the blank with the correct option. He gave up ______ football when he got married. Ans: B. Playing 10. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? Ans: B. লালমনিরহাট 11. স্থুলতার সহিত সম্পর্কযুক্ত রোগ কোনটি? Ans: A. করোনারি হার্ট ডিজিজ 12. কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহল হলো- Ans: B. 2-মিথাইল-1-বিউটানল C. বিউটানল-2 13. পিচ্ছিল বরফের উপর 1 kg ওজনের একটি পাথর 2 ms-1 বেগে চলার 10s পর ঘর্ষনের ফলে থেমে গেল। এখানে ঘর্ষণ বল কত? Ans: A. 0.2 N 14. Fill in the blank with the correct option. A person who writes about his own life writes ______ . Ans: D. an autobiography 15. ভারত উপমহাদেশের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? Ans: C. লর্ড মাউন্ট ব্যাটেন 16. মাইক্রোভিলাইগুল ো একত্রিতভাবে ক্ষুদ্রান্ত্রের উপরিভাগে কী সৃষ্টি করে? Ans: D. ব্রাশ বর্ডার 17. রক্তস্রোতে থাকা অতিরিক্ত গ্লুকোজ থেকে যকৃতে সঞ্চিত পলিস্যাকারাইড হলো- Ans: C. গ্লাইকোজেন 18. একটি ব্স্তুর ভরবেগ দ্বিগুণ হয়ে গেলে উহার গতিশক্তির- Ans: D. চারগুণ হবে 19. Choose the correct English translation. “গরু ঘাস খেয়ে বাঁচে”। Ans: D. The cow lives on grass. 20. ২০১৪ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন- Ans: C. তিনজন 21. স্বাভাবিক মূত্রের বর্ণ হালকা হলুদ হয় কিসের উপস্থিতিতে? Ans: Cইউরোক্রম 22. কোনটি গ্লোবিউলার প্রোটিন নয়? Ans: 23. 500 g ভরের একটি ব্স্তুকে স্থির অবস্থান থেকে 2 N বল প্রয়োগ করিয়া 1 m দূরত্বে সরানো হলো। বস্তুটির উপর কি পরিমাণ কাজ করা হলো? Ans: A. 2J 24. Choose the best possible passive form_ Who is calling me? Ans: C. By whom am I being called? 25. ’ইয়াহু মেইল’ সেবা চালু হয় কোন সালে? Ans: B. ১৯৯৭ 26. নিচের কোনটি ক্লাভিকলের বৈশিষ্ট্য? Ans: B. এটি একটি বাঁকানো অস্থি 27. 10% NaCl দ্রবণের মোলার ঘনমাত্রা হবে- Ans: B. 1.709 mol/L 28. চন্দ্র ও পৃথিবীর দূরত্ব যদি দ্বিগুণ হয়, তবে তাদের মধ্যে মহাকর্ষ বল পূর্বের তুলনায়- Ans: D. চারভাগের একভাগ হবে 29. Choose the correct spelling. Ans: B. separate 30. চলনের সময় হাঁটুকে ভাজ করে কোন মাংসপেশী? Ans B. biceps femoris 31. মৃদু এসিড ও সবল ক্ষারক টাইট্রেশনে ব্যবহৃত উপযোগী নির্দেশক নিম্নের কোনটি? Ans: B. ফেনফ্থ্যালিন 32. ভূপৃষ্ঠে এক ব্যক্তির ওজন 50 kg। কত উচ্চতায় গেলে তার ওজন অর্ধেক হবে? Ans: D. 1600 km 33. Choose the correct spelling. Ans: C. Lieutenant 34. মস্তিষ্কের কোন অংশে ক্ষূধা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত? Ans: C. হাইপোথ্যালামাস 35. সিরামিকের রাসায়নিক সংযুক্তিতে নিচের কোনটি থাকে না? Ans: D. Al4C3 36. একটি স্টিলের তারের তাপমাত্রা বাড়ালে ইয়ং-এর গুণাঙ্ক- Ans: A. বৃদ্ধি পাবে 37. Select the correct sentence. Ans: C. He resembles his father. 38. পিউপিলের অবস্থান কোথায়? Ans: A. আইরসের মধ্যবর্তী স্থানে 39. নিচের কোন পদটি ন্যানো কণা সংশ্লিষ্ট নয়? Ans: 40. 4 m দৈর্ঘ্য এবং 30.5 mm ব্যাসের একটি স্টিলের তারের উপর 5 kg ভর প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে- Ans: D. 4.9 x 10-6 m 41. The best possible passive form of the sentence. We dont like idle people is- Ans: A. Idle people are not liked by us. 42. অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে নিঃসৃত হয়- Ans: C. গ্লকাগন 43. কোনটি কক্ষ তাপমাত্রা? Ans: A. 298 K 44. নির্দিষ্ট ওজনের একটি আদর্শ গ্যাসের ক্ষমতা নির্ভর করে তার কোন বৈশিষ্ট্যের উপর? Ans: B. তাপমাত্রা 45. The idiom without issue means- Ans: A. childless 46. ডায়েনসেফালনের মধ্যস্থ গহ্বরটিকে কী বলে? Ans: C. তৃতীয় ভেন্ট্রিকল 47. নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস নয়? Ans: C. N2 48. পানিকে 00C তাপমাত্রা হতে 100C তাপমাত্রায় উত্তপ্ত করলে উহার আয়তনে- Ans: A. বৃদ্ধি পায় 49. জলাতঙ্ক রোগের প্রতিষেধক কে আবিষ্কার করেন? Ans: B. লুই পাস্তুর 50. মোটর প্রকৃতির স্নায়ু কোনটি? Ans: A. হাইপোগ্লোসাল 51. বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য পরিসর নিচের কোনটিতে? Ans: D. টেলিভিশন তরঙ্গ 52. একটি ইঞ্জিন 3400 J তাপ গ্রহণ করে এবং 2400 J তাপ বর্জন করে। ইঞ্জিনের দক্ষতা কত? Ans: A. 29.41% 53. নিম্নের কোনটির রচয়িতা সেক্সপিয়ার নন? Ans: D. ওয়ার এন্ড পিস 54. নিচের কোনটি ভ্রুণীয় এক্টোডার্ম স্তর থেকে তৈরী হয়? Ans: A. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র 55. নিচের কোন আয়নের আকার সবচেয়ে ছোট? Ans: D. Na+ 56. একটি ক্যাপাসিটর কাজ করে- Ans: B. DC সার্কিটে 57. নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে নোবেল পুরস্কার পান নাই- Ans: B. স্টিফেন হকিং 58. নিচের কোনটির দ্বারা গনোরিয়া রোগ হয়? Ans: A. ব্যাকটেরিয়া 59. অ্যামোনিয়া অণুতে বন্ধন কোণের পরিমাণ কত? Ans: B. 1070 60. 250 V সম্পন্ন বিদ্যুৎ লাইনের সাথে সংযুক্ত একটি হিটারের কাজ করতে 8A বিদ্যুতের প্রয়োজন হয়। হিটারের শক্তি কত? Ans: D. 2000 W 61. বাংলা কার্টুন সিরিজ ‘মীনা’ কার সৃষ্টি? Ans: D. মুস্তাফা মনোয়ার 62. মানুষের দেহকোষে কতটি অটোসোম থাকে? Ans: B. ৪৪টি 63. 0.005 M H2SO4 দ্রবণের pH কত হবে? Ans: C. 2 64. পৃথিবীর চৌম্বকীয় অক্ষ এবং ভৌগলিক অক্ষ সমন্বয়ে তৈরি কোণের পরিমাণ- Ans: B. 170 65. ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? Ans: B. হেলসিনকি 66. কোন রোগটি ব্যাকটেরিয়া সৃষ্ট? Ans: C. কলেরা 67. একটি দ্রবণের pH হলো 6। ঐ দ্রবণে আরো HCl দ্রবণ যোগ করে দ্রবণের pH 3 করা হলো। শেষ দ্রবণে H+ আয়নের মোলার ঘনমাত্রা বৃদ্ধি ঘটেছে- Ans: B. 103 times 68. Bangladesh is overpopulated. What is the meaning of the underlined word mentioned above? Ans: D. too many people 69. ডেঙ্গু কোন ভাইরাসজনিত রোগ? Ans: A. ফ্লাভি ভাইরাস 70. স্থির তাপমাত্রায়, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে সরে যায়? Ans: A. ডানে 71. Choose the correct form of sentence. Ans: C. I await your decision. 72. আলুর বিলম্বিত ধ্বসা রোগ সৃষ্টিকারী জীবাণু হলো- Ans: C. Phytophora 73. ফুড প্রিজারভেটিভ এ ব্যবহৃত সায়ট্রিক এসিডের pH মান কত? Ans: B. pH 4.50 74. Termination means- Ans: D. to end 75. প্রোটিনে অ্যামিনো এসিড কোন বন্ধন দ্বারা একে অন্যের সাথে যুক্ত হয়? Ans: A. পেপটাইডন বন্ধন 76. 250C তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান কত? Ans: A. 1.0x10-14 77. What is the best possible meaning of White Elephant? Ans: D. a costly and troublesome thing 78. গ্লুকোজ কী ধরনের যৌগ? Ans: A. হেক্সোজ মনোস্যাকারাইড 79. কোনটির কেলাস ঘনক আকৃতির? Ans: A. NaCl 80. Which of the following is the correct proverb? Ans: A. All is well that ends well. 81. Cycas উদ্ভিদের শুক্রাণু কিরূপ? Ans: C. বহু-ফ্লাজেলাযুক্ত 82. প্রস্থচ্ছেদেরে ক্ষেত্রফল দ্বিগুণ করা হলে রোধ কি পরিমাণ হবে? Ans: A. অর্ধেক 83. Agaricus এর সঞ্চিত খাদ্য কোনটি? Ans: C. তৈল বিন্দু 84. +2d ক্ষমতা সম্পন্ন একটি লেন্সের ফোকাল দূরত্ব কত হবে? Ans: A. 0.5 m 85. পত্ররন্ধের খোলা বন্ধের ওপর প্রভাব বিস্তার করে কোনটি? Ans: D. অসমোটিক প্রেসার 86. একটি দূরবীক্ষণ যন্ত্রের সর্বনিম্ন বিবর্ধন ক্ষমতা M, যদি নলের ফোকাস দূরত্ব দ্বিগুণ করা হয়, তবে বিবর্ধন ক্ষমতা হবে- Ans: A. 2M 87. ব্রায়োফাইটের নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন? Ans: B. তরল 88. একটি ধাতব পৃষ্ঠে অতি বেগুনি রশ্মি আপতিত হলে কোন কণা বিচ্ছুরিত হবে? Ans: C. ইলেকট্রন 89. হ্যাচ স্ল্যাক পর্বে কার্বন- ডাই-অক্সাইড গ্রহিতা কোনটি? Ans: C. ফসফোইনোল পাইরুভেট 90. 20 সেন্টিমিটার পুরু স্টিল ভেদ করে যেতে পারে কোনটি? Ans: C. গামা রশ্মি 91. মানুষের রক্তের pH হলো- Ans: A. 7.4 92. অবাত শ্বসনের গ্লুকোজ ভেঙ্গে কি উৎপন্ন হয়? Ans: A. CO2 ও ইথাইল অ্যালকোহল 93. নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? Ans: D. Rn 94. পরাগরেণুর ইন্টাইন স্তর বৃদ্ধি পেয়ে কোন পথে নলাকারে বের হয়ে আসে? Ans: D. গর্ভদণ্ড 95. গ্লুকোজ অণুতে কার্বন সংখ্যা কত? Ans: B. ছয় 96. বাণিজ্যিকভাবে উদ্ভিদ প্রজননের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদ্ধতি কোনটি? Ans: B. কৃত্রিম প্রজনন 97. ইনফ্রারেড আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? Ans: A. 0.78 um-1000 um 98. টিকা উৎপাদন করা যায় কোন প্রযুক্তির মাধ্যমে? Ans: A. জীবপ্রযুক্তি 99. মানবদেহের রক্তে কোন বাফারটি pH নিয়ন্ত্রণ করে না? Ans: C. অ্যাসিটেট বাফার 100. কোন বায়োমের মাটি হিউমাস সমৃদ্ধ? Ans: A. savana biom
Posted on: Tue, 25 Nov 2014 09:50:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015