#purota_pore_comment_korle_khushi_hobo: আমার - TopicsExpress



          

#purota_pore_comment_korle_khushi_hobo: আমার কিছু বন্ধু আছে যারা নিজেদের সবার থেকে আলাদা,Funky & জঘন্য প্রকাশের জন্যে অসামাজিক কাজ করে থাকে. আমার বাকি Friend রা আমাকে প্রায়ই Ask করে কেন আমি ওদের সাথে মিশি,কেন ওদের প্রতি আমার মনে soft corner আছে or আমি ওদের সাথে এতটা clz কেন. আজ এইটার ব্যখ্যা দি... ভুল হলে শুধরে দিস. আমার এই বন্ধুরা গাজা,হিরোইন,ফেনসিডিল,ইয়াবা,সকল প্রকার মদ ও মাদক দ্রব্যে আসক্ত. ওদের ask করলে হয়ত জানা যাবে কারোই red light area যাওয়া বাকি নাই. খুব বেশী হলে বয়সে আমার 2\3 বছরের senior হবে. যেখানে আমার বাকি বন্ধুরা,আমি নিজে careerstick চিন্তাভাবনা করছি সেখানে ওরা সকাল-গভীর রাত চায়ের দোকানে আড্ডা মারে. career এর কথা ওদের মাখায় খেলে না. জগতের প্রতি এক নির্মম ঘ্রিনায়ই যেন নিজেদের এমন ভাবে কষ্ট দেয়া. এইবার আমার আগ্রহের কারন বলি. আমার এই বন্ধুগুলোকে বাস্তবিতই আমি অনেক পছন্দ করি. কারন ওরা যতই বলে ওদের সাথে মিশতে না,ওদের care করতে না আমি করি.আমি জানি হয়তো ওদের কি problem. #না পাওয়ার একটা হতাশা ওদের এতটাই কাবু করসে যে ধরেই নিসে যে life এ যাই চাইবে তার কিছুই পাবেনা. wht do i care এমন 1টা ভাব ওদের মধ্যে চলে আসে. #পরিবার,সমাজ,এমনকি বন্ধুবান্ধব থেকেও এমন কষ্ট পায় যা ওদের বিশ্বাসের ভিত্তি নারিয়ে দেয়. #সবচেয়ে বেশী যেটা আমি দেখসি,কারো খুব বেশী ভালোবাসার মানুষ_হতে পারে বাবা,মা,ভাই,BF,GF হারিয়ে যেন নিজেদের অস্তিত্বই হারায় ফেলে. জগতটা তখন তাদের কাছে বড্ড অসস্তিকর হয়ে দারায়.কেউ আত্মহননের পথ নেয় আর কেউ দুনিয়ার সবাইকে পেরা দেবার পণ করে :( কেউ যদি তাদের সত্যিকার ভালোবাসে তাদের দুরে ঠেলে দেয়, আপন করে নিতে চাইলে এমনভাবে অত্যাচার করে হয়ত ঐ মানুষটাই depression এ চলে যাবে.তবু এগুলো তাদের স্পর্শ করে না.... তারা তাদের জগত থেকে নরেনা. কাউকে প্রবেশ করতেও দেয় না. তারা এমন সব কাজ করে যাতে সবাই তাদের দুরে ঠেলে দিক,হয়ও তাই. ভুলে যদি কখনও কারো প্রতি দুর্বল হয় তার আর রেহাই নাই... ওর emotion এর 14টা বাজায় ছারে. আমার এতো বর post এর একটাই উদ্দেশ্য , ওদের অনেক বর & ভালো মন আছে.ওরা ভালবাসতে জানে.কিন্তু মুখ ফুটে বলেনা.চায় সবাই ওদের Avoid করুক,ঘ্রিনা করুক.ওতেই ওদের স্বস্তি. আমরা কি তাই করবো,ঘ্রিনা করবো? কখনই না. আমি যেমন আঠার মত লেগে আছি may b সেটাই করা উচিত. ওদের ভালোবাসাটুকু আদায় করে নিয়ে বন্ধুত্বের চাদরে জরিয়ে নেয়া.ওরা আমরা তো একই তাই না? ঐসব কাজ থেকে ওরাও সরে আসতে পারে যদি আমরা হাত বারিয়ে দি,Risk অনেক but যে আনন্দটুক ওদের দিতে পারবো তার কাছে হয়ত এ কিছুই না. dont hate them,ignore them. just be normal to them & look how easy to win a heart ! Amar ai bondhura kintu amk khb valobashe jodio ottachar o kom kore na :p
Posted on: Tue, 05 Aug 2014 16:43:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015