#shakil হরতাল ডাকলে দলীয় - TopicsExpress



          

#shakil হরতাল ডাকলে দলীয় প্রধানের ৫ বছরের জেল অবশেষে হরতাল বিরোধী আইন হচ্ছে। দেশের অর্থনীতি বিধ্বংসী এই আন্দোলনের ধারাটি থামাতে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনেই বিল উত্থাপনের মাধ্যমে এগিয়ে যেতে পারে। এই আইন বাস্তবায়ন হলে যে দল হরতাল আহ্বান করবে সে দলের প্রধানের ৫ বছরের জেল হতে পারে। এছাড়া জড়িতদেরও ফৌজদারি কার্যবিধির আওতায় নিয়ে বিচারের বিধান করা হয়েছে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে সংসদের ১৯তম অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনে বিলটি পাসের সুপারিশ করে প্রতিবেদন আকারে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এ সক্রান্ত সংসদীয় কমিটি। দেশের রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের বিভিন্ন সময়ে দেয়া কর্মসূচি জনস্বার্থমুখী করার লক্ষ্যে এ বিল আনা হয়েছে। নতুন আইনকে জনস্বার্থ আইনের আওতায় আনা হবে জানা গেছে। এ জন্য ‘জনস্বার্থ বিল, ২০১০’ চূড়ান্ত করেছে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত সংসদীয় কমিটি। উল্লেখ্য যে, জনস্বার্থ বিল, ২০১০-এ জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক ২০১০ সালে বিলটি উত্থাপন করেন। এই আইনের বিধান অনুযায়ী রাজনৈতিক দলের কর্মসূচির কারণে জনগণের স্বাধীনতা বিঘ্নিত হলে সেই দলের প্রধানসহ সর্বোচ্চ কমিটির বিরুদ্ধে মামলা করা যাবে।
Posted on: Wed, 11 Sep 2013 13:26:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015