অভিনন্দন আনিকা - TopicsExpress



          

অভিনন্দন আনিকা তাহসিন............... অ্যাডমিনঃ আপনি কি সিওর?? যে অ্যাডমিশন পরীক্ষায় প্রথম হওয়া আনিকা তাহসিন দুই নাম্বারি কইরা অথবা প্রশ্ন আউট কইরা চান্স পাইছে?? মেডিকেল জনতা ঃ জি আমরা সিওর। অ্যাডমিনঃ ক্যামনে সিওর হইলেন?? মেডিকেল জনতাঃ আরে মিয়া ৯৬.৫ পাওয়া কি সম্ভব নাকি? ২ নাম্বারি করা ছাড়া এইটা কখনোই সম্ভব না। অ্যাডমিনঃ আপনার হাতে কি প্রমান আছে যে সে ২ নাম্বারি অথবা প্রশ্ন আউট করছে?? কোন গোপন ভিডিও / অডিও রেকর্ডিং অথবা কোন লিখিত ডকুমেন্ট? মেডিকেল জনতাঃ না ভাই, সেসব তো নাই। অ্যাডমিনঃ তাইলে মিয়া নিজের চরকায় তেন দেন গিয়া। নিজে পান নাই দেইখা অন্য কেউ যে পাইতে পারবে না , এমন কোন কথা আছে নাকি?? ssc , hsc তে A+ পাওয়া, ভিকারুন্নেসার স্টুডেন্ট সে। পাওয়াটা তো অস্বাভাবিক কিছু না। ভালো রেজাল্ট করায় প্রশংসা করার পরিবর্তে তিরস্কার করার অভ্যাস কি আমাদের কখনোই যাবে না??? মেডিকেল জনতাঃ অ্যাডমিন ? তুই একটা বেয়াদব, ফাজিল। অ্যাডমিনঃ হ ভালা হইছে।
Posted on: Mon, 07 Oct 2013 03:13:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015