আইজকা শেষ পর্যন্ত ৬ - TopicsExpress



          

আইজকা শেষ পর্যন্ত ৬ বছরের এক পিচ্চি পোলার ধাওয়া খাইলাম। সকালে আমার বন্ধু মামুন বলল, ও এক বান্ধবীর সাথে দেখা করতে যাব, আর আমারে থাকতে হবো। গেলাম , দেখাও করলাম। ফেরার সময় ভাবলাম এত দুর যাতে আইলাম তাইলে আমার চেনা এক মেয়ের সাথে দেখা কইরা যাই। মেয়ার বাসার সামনে আইসা দেখি ওর ছোট ভাই বাসার সামনে খেলতাসে। দেইখাই চিইনা ফালাইসি। মামুন পিচ্চিটারে পাম মারা শুরু করসে, যদি মেয়েটার সম্বন্ধে কিসু জানা যায়। মামুন যেই জিগাইসে ভাইয়া তোমার আপু কই, অমনি পিচ্চি কয় খাড়া তুই সেই পোলা। কইয়া সমানে আমাগরে ধাওয়া। ২০ মিনিট ধইরা দৌড়াইসি। এখন পুরা শরির ব্যথা করতাসে।উফ এই experience জিবনে ভুলমু না।
Posted on: Sun, 20 Oct 2013 13:20:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015