আইনস্টাইনের ধাঁধা - TopicsExpress



          

আইনস্টাইনের ধাঁধা :- আইনস্টাইন ১৯ শতকের প্রথম দিকে এই ধাঁধাঁ লিখেছিলেন।তিনি বলেছিলেন পৃথিবীর ৯৮ শতাংশ লোক এর সমাধান করতে পারবে না । ধাঁধাঃ ৫ টি ভিন্ন রঙের বাড়িতে ৫ জন ভিন্ন জাতীয়তার ব্যাক্তি থাকে।৫ জন ব্যাক্তি ৫ ধরনের সিগারেট খায়,৫ ধরনের পানীয় পান করে ও তাদের ৫ টি ভিন্ন পোষা প্রাণী আছে । প্রত্যেকের সিগারেটের ব্র্যান্ড,পানীয় ও পোষা প্রাণী আলাদা। প্রশ্ন হলঃ কার বাড়িতে মাছ আছে? ইঙ্গিতঃ - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ১| ব্রিটিশ লোকটি লাল বাড়িতে থাকে ২| সুইডিশ লোকটির পোষা প্রাণী হল একটি কুকুর ৩| ডেনিশ লোকটি চা পান করে ৪| সবুজ রঙের বাড়ি সাদা রঙের বাড়ির বামে অবস্থিত ৫| সবুজ রঙের বাড়ির মালিক কফি পান করে ৬| যে ব্যাক্তি পলমল ব্র্যান্ডের সিগারেট খায় সে পাখি পালন করে ৭| হলুদ রঙের বাড়ির মালিকের সিগারেটের ব্র্যান্ড ডানহিল ৮| মধ্যের বাড়িতে থাকা ব্যাক্তি দুধ পান করে ৯| নরওয়েজিয়ান লোকটি প্রথম বাড়িতে থাকে ১০| যে ব্যাক্তি ব্লেন্ড ব্র্যান্ডের সিগারেট খায় তার ঠিক আগের বাড়িতে পোষা প্রাণী একটি বিড়াল ১১| ডানহিল ব্র্যান্ডের সিগারেট যে খায় তার পরের বাড়িতে ঘোড়ার মালিক থাকে ১২| যে বিয়ার পান করে তার সিগারেটের ব্র্যান্ড ব্লুমাস্টার ১৩| জার্মান লোকটি প্রিন্স ব্র্যান্ডের সিগারেট খায় ১৪| নীল বাড়ির পরের বাড়িতে নরওয়েজিয়ান বাস করে ১৫| যে ব্লেন্ড ব্র্যান্ডের সিগারেট খায় তার প্রতিবেশী পানি পান করে #SHANTO
Posted on: Sat, 09 Nov 2013 05:03:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015