আগামীকাল এলচের বিপক্ষে - TopicsExpress



          

আগামীকাল এলচের বিপক্ষে ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলোনে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যাঞ্চেলতি!! পুর সংবাদ সম্মেলনলকে বাংলাতে অনুবাদ করা হয়েছে, পাশে ইংরেজি ও দেয়া আছে। সংবাদ সম্মেলোন শুরুঃ ➣ অ্যাঞ্চেলতি: ইস্কো ও ইয়ারামেন্দি আমার সিধান্তকে অনেক সম্মান করে এবং তারা সবসময় খেলার জন্য প্রস্তুত। ----- Isco & Illarra have a lot of personality and respect my decisions. They are always ready to play. ➣ অ্যাঞ্চেলতি: পেপের ইঞ্জুরি এখন ও সেরে উঠে নি, রামোসের ও পায়ে হালকা ইঞ্জুরিতে আছে তবে তেমন গুরুতর নয় তার দ্রুত সেরে উঠার কথা। ----- Pepe hasnt recovered yet. We will see if Ramos is OK tomorrow. He has a problem with his foot, but should recovery quickly ➣ অ্যাঞ্চেলতি: ক্রিস্টিয়ানো রোনালদোর রেস্টের প্রয়োজন নাই। রোনালদো এখন তার সেরা ফর্মে আছে ,তাকে এখন আমাদের দরকার। ----- Cristiano doesnt need a rest. We need him now because he is at his best. ➣ অ্যাঞ্চেলতিঃ ইস্কো সম্পর্কে বলেন গত সিজনে ইস্কো অনেক ভালো খেলেছে তার উপরে আমাদের অনেক বিশ্বাস আছে, ইস্কো আমাদের ভবিষ্যৎ। ----- on Isco: He had a great season last year & we have a lot of faith in him. He is the future of this squad. ➣ অ্যাঞ্চেলতি: পেপের ইঞ্জুরি এখন ও সেরে উঠে নি, আমি আগামীকাল স্কোয়াডে কয়েকজন খেলোয়াড় বদল করব। ----- pepe hasnt recovered from his knock. I will rotate some players tomorrow. ➣ অ্যাঞ্চেলতি: ক্রিস্টিয়ানো রোনালদোকে সবসময় মার্কিং এরিয়ে ফাকায় থাকতে হয়, এজন্য স্টাইকারদের নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করা ভালো। ----- Cristiano has to be free. Changing positions between the strikers is a good thing. ➣ অ্যাঞ্চেলতি: ক্যাসিয়াস প্রতিনিয়ত ভালো করছে, দলের ভিতর একতা সবচেয়ে বড় বিষয়, ক্লাব খেলোয়াড়, ফ্যান সবাইকে একতাবধ্য হতে হয়। ----- Casillas is doing well. Unity is the most important thing. The Club, the players and the fans must all be united. ➣ অ্যাঞ্চেলতি: ডেপোরতিভো বিপক্ষে ফলাফলটি আসাধারন ছিল কিন্তু আমাদেরকে আরো কিছু বিষয়ে উন্নতি করতে হবে। ----- The result against Deportivo was very good but we have to improve a few things. ➣ অ্যাঞ্চেলতি: মদ্রিচ তার গত সিজনের ফর্ম ধরে রেখেছে, সে আমাদের দলের জন্য অতীব গুরুত্বপূর্ণ। ----- Modric is playing like he did last season. He is fundamental for us. ➣ অ্যাঞ্চেলতি: আগামী ম্যাচে বেঞ্জিমার পরিবর্তে চিচারিতকে স্টাটিং করানো হবে কি এই প্রশ্নের জবাবে কার্লো বলেনঃ আমারা আগামিকালের ম্যাচের কিছু পরিবর্তন করব। ----- Benzema or Chicharito Start? We will change something tomorrow. ➣ অ্যাঞ্চেলতি: আমাদের আক্রমনভাগ অনেক ভালো, আমাদের ডিফেন্সের একটু উন্নতি করতে হবে, আমি মনে করি আমারা গতবছরের চেয়ে এবার ভালো অবস্থায় আছি ----- Our attack is much better right now, we just need to improve our defensive play. I think we are better than last year. ➣ অ্যাঞ্চেলতি: চিচারিতর গোল করা খুবই দরকার ছিল, সে দুটি গোল করেছে এখন সে অনেক আত্ববিশ্বাসী, আমারা তার উপর অনেক খুশি আছি। ----- It was important for Chicharito to score. He scored two goals & is confident. We are happy with him. ➣ অ্যাঞ্চেলতি: আমি সবসময় সেরা লাইন আপ নির্বাচন করি যাতে আমারা জিততে পারি। ----- I always pick the best lineup so the team wins.
Posted on: Mon, 22 Sep 2014 15:21:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015