আগামিকাল বৃহস্পতিবার - TopicsExpress



          

আগামিকাল বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে জামায়াত। অনেকেই দোটানায় ভুগছেন পরীক্ষা হবে কি না? যেহেতু শুক্রবার পরীক্ষা এবং সেইদিন সকাল ৬টা পর্যন্ত হরতাল সেহেতু পরীক্ষা পিছানোর কোন সম্ভাবনা এখন পর্যন্ত নেই। তবে বিশ্ববিদ্যালয় প্রসাশন তা জানিয়ে দিবে। যদি পরীক্ষা পিছানো হয় তাহলে সাথে সাথেই আমরা জানিয়ে দিব। তাই তোমাদের বলব পরীক্ষা পিছাবে এই চিন্তা কোরো না, শুধু একটু খোজ রেখে পড়তে থাক। পরীক্ষা যথাসময় হওয়ার সম্ভাবনাই বেশি। #___কায়সার_হামিদ
Posted on: Wed, 17 Sep 2014 10:50:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015