আবারো দিলাম আপনারা যারা - TopicsExpress



          

আবারো দিলাম আপনারা যারা মার্কেটিং কে মেজর হিসেবে নিবেন বা নিচ্ছেন তাদের জন্য এই strategies গুলি শহাইয়ক হবে বলে আমি মনে করি What is MARKETING ? 1. তুমি একটি সুন্দর মেয়েকে দেখলে এবং গিয়ে বললে: আমি অনেক বড়লোক,আমাকে বিয়ে করবে! - Thats Direct Marketing. 2. তুমি বন্ধুদের সাথে থাকা অবস্থায় একটি সুন্দর মেয়েকে দেখলে, তোমার একজন বন্ধু মেয়েটির কাছে গিয়ে বলল: সে অনেক বড়লোক,তাকে বিয়ে করবে! - Thats Advertising. 3. তুমি একটি সুন্দর মেয়েকে দেখলে এবং মেয়েটিই তোমার কাছে এসে বলল: তুমি অনেক বড়লোক, আমাকে বিয়ে করবে। - Thats Brand Recognition. 4. তুমি একটি সুন্দর মেয়েকে দেখলে এবং গিয়ে বললে আমি অনেক বড়লোক,আমাকে বিয়ে করবে!। সে তোমার গালে কষে একটা থাপ্পর বসালো। - Thats Customer Feedback. 5. তুমি একটি সুন্দর মেয়েকে দেখলে এবং গিয়ে বললে: আমি অনেক বড়লোক,আমাকে বিয়ে করবে!। সে তার husband এর সাথে তোমার পরিচয় করিয়ে দিল। - Thats Demand and Supply Gap. 6. তুমি একটি সুন্দর মেয়েকে দেখলে এবং তার কাছে গিয়ে আমি অনেক বড়লোক, আমাকে বিয়ে করবে বলার আগেই তোমার বউ এসে হাজির। - Thats Restriction for Entering New Markets. This is how a Professor explained Marketing Concepts to a class....আসলে পড়াটা শুধুমাত্র মুখস্ত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে যদি পিকুইলিয়ার সমসাময়িক কোন উদাহরন দিয়ে বুঝানো হয় তাহলে ভুলার আর কোন চান্সই থাকে না, আর আমরা পড়েও মজা পাই। Concepts clear now.. (Collected : আঁধারের অপ্সরী )
Posted on: Tue, 02 Dec 2014 05:22:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015