আবারও অভিষেকে পাঁচ এবং - TopicsExpress



          

আবারও অভিষেকে পাঁচ এবং আবারও আরেকটি শংকা!!! বাংলাদেশের ৬ষ্ঠতম বোলার হিসেবে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নিলেন বাইশ বছর বয়সী তরুন লেগ স্পিনার তাইজুল ইসলাম। স্মরনীয় এক অভিষেক হলো তার। কিন্তু সাহস করে বলতে পারছিনা, অমুল্য এক সম্পদ পেল বাংলাদেশ। কারনটা হচ্ছে শংকা। এর আগে বাংলাদেশের হয়ে যারা অভিষেকে পাঁচ উইকেট নিয়েছেন তাদের কেউই ক্যারিয়ারটাকে বেশি লম্বা করতে পারেনি। অকালেই ঝরে গেছে। মৃত্য হয়েছে সম্ভাবনাময় প্রতিভার। প্রশ্ন হচ্ছে প্রতিভা কি এতটাই উদ্বায়ী হতে পারে, স্মরনীয় অভিষেকের কিছুদিনের মধ্যেই তা উঁবে যায়? অতীত তো অন্তত তাই বলে। অভিষেক ম্যাচে যাদেরই রাজকীয় অভিষেক ঘটেছে তারাই ক্রিকেট থেকে হারিয়ে গেছে দ্রুত। নাঈমুর রহমান থেকে শুরু। শেষে এসে ঠেকেছে গাজীতে। সোহাগ গাজী তো ফর্মে নেই অনেকদিন ধরেই। এখন আবার বোলিং একশনের কারনে নিষেধাজ্ঞার খড়গের নিচে। গাজীর ক্যারিয়ার যে সরু তারে ঝুলছে তা আর বলার অপেক্ষা রাখেনা। অথচ কে ভেবেছিল ও.ইন্ডিসের সাথে অভিষেক ম্যাচের ১ম ইনিংসে ৬ উইকেট পাওয়া গাজীর আজ এমন ছন্নছাড়া দশা হবে? আমরা ইলিয়াস সানির কথাও বলতে পারি। তো, এই ধরনের হতাসাজনক অতীত মনে সত্যিই শংকার জন্ম দেয়। তাই তাইজুলের পাঁচ উইকেট প্রাপ্তিতে যতটা না অানন্দ তার চেয়ে বেশি শংকা। ওর না আবার সেই একই পরিনতি বরন করতে হয়।
Posted on: Mon, 08 Sep 2014 04:15:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015