আমি কান্না লুকাতে শিখেছি - TopicsExpress



          

আমি কান্না লুকাতে শিখেছি শৈশবে ! আচমকা এক দুপুরে তিন বছরের শিশু বড় হয়ে গেলাম যেন আমার ১০০ বছরের দুঃখ ! কাঠি লজেন্স বা একমুঠ টিকটিকির ডিম নামের লাল নীল্ কুরমুরে মিষ্টির জন্য কাঁদে সমবয়সী শিশুরা , আমি তখন অ আ ক খ শিখি , তাড়াতাড়ি বড় হবার জন্য আমার গল্প আমি কাউকে বলি না আমি শুধু জানি বুলেট কিভাবে জীবন পাল্টে দেয় ! পুরো ফিলিস্তিন জুড়ে আমি আমার মত শৈশব হীন শিশুদের দেখি আমি এখনো আমার কান্না কাউকে দেখতে দেই না ! আমার গল্প কাউকে বলি না ! আমি আর বড় হতে চাই না ! আমাকে একটু গাজার শিশুদের সাথে খেলতে দেবেন ? ঢিল ঢিল tank tank খেলা ! ব্যথা পেলে ওদের সাথে চিত্কার করে কাঁদতাম !
Posted on: Fri, 18 Jul 2014 19:01:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015