আমাদের সকল বন্ধুদের - TopicsExpress



          

আমাদের সকল বন্ধুদের জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা......। বন্ধুরা, এ পর্যায়ে আমরা আপনাদের বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় পিকনিক স্পট এবং রিসোর্ট সম্পর্কে ধারনা দেয়ার চেষ্টা করব। আশা করছি আপনাদের ভাল লাগবে এবং এখান থেকে প্রয়োজনীয় অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন। আমাদের এবারের পিকনিক স্পট যমুনা রিসোর্ট যমুনা রিসোর্ট বাংলাদেশের একটি মনোরম পিকনিক স্পট। রাজধানী ঢাকা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে যমুনা সেতুর পূর্ব প্রান্তে অত্যাধুনিক একটি অবকাশ কেন্দ্র। বিশাল যমুনা নদীর তীরে নির্মল প্রকৃতির সান্নিধ্যের পাশাপাশি রয়েছে আধুনিক সকল সুযোগ সুবিধা। নির্মল প্রকৃতির সাথে পরিবার পরিজন নিয়ে যারা কিছুটা আনন্দময় মুহূর্ত ভাগাভাগি করে নিতে চান, যমুনা রিসোর্ট তাদের জন্য একটি উত্তম স্থান। যমুনা রিসোর্টে রয়েছে হাজারো প্রকারের গাছপালা। যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ।শুধু বনজ বৃক্ষ নয়, রয়েছে নানা রকমের ফুল ও ফলদ গাছপালা। যা এক মুহূর্তে মনকে প্রশান্তিতে ভরিয়ে দেয়।আর যেসব শিশু- কিশোরেরা শহুরে জীবনের মধ্যে বেড়ে ওঠে ও প্রকৃতির কাছে যাওয়ার সুযোগ পায়না, তাদের প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেয়ার একটি উত্তম মাধ্যম এই যমুনা রিসোর্ট। কটেজ সুবিধাঃ যমুনা রিসোর্টে যারা কিছুদিন পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে চান তাদের জন্য রয়েছে আন্তর্জাতিক মানের কিছু কটেজ।সবুজ গাছপালা বেষ্টিত এক বা দুই শয্যার রুম অথবা বিলাশবহুল স্যুট সমৃদ্ধ কটেজ গুলোতে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা।চমৎকার সব আসবাবপত্রে সাজানো রুম গুলোর ভাড়াও যুক্তিসঙ্গত। খাবার সুবিধাঃ যমুনা রিসোর্টে রয়েছে নিজস্ব একটি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। আরও আছে একটি নিরেট বাংলাদেশী রেস্টুরেন্ট। তাই রিসোর্টে বেড়াতে গেলে আপনাকে খাবার নিয়ে মোটেও ভাবতে হবেনা। রিসোর্টের রেস্টুরেন্টে রয়েছে দক্ষ শেফ দ্বারা তৈরি দেশি-বিদেশি বিভিন্ন স্বাদের অনেক আইটেম। কর্পোরেট ক্লায়েন্টরা ইচ্ছে করলে পছন্দমত আইটেমও রান্না করিয়ে নিতে পারবেন। সম্মেলন সুবিধাঃ নাগরিক জীবনের কোলাহল ছেড়ে একটু নিরিবিলি পরিবেশে সম্মেলন করতে চান, তাদের জন্য রিসোর্টে রয়েছে বিশেষ সুবিধা।দেশি-বিদেশি অনেক কোম্পানিরই এক্ষেত্রে প্রথম পছন্দ যমুনা রিসোর্ট। এখানে নির্জনতার পাশাপাশি রয়েছে অত্যাধুনিক হল। কর্পোরেট সম্মেলন, সেমিনার, বার্ষিক সভা কিংবা যে কোন কর্মশালা আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই হলে আয়োজন করা যায় নির্বিঘ্নে। ৪০ আসন বিশিষ্ট ব্রহ্মপুত্র হল এবং ২৫০ আসন বিশিষ্ট এয়ারকন্ডিশন যমুনা হলে রয়েছে প্রোজেক্টর এবং আধুনিক সাউন্ড সিস্টেম সুবিধা। নৌ ভ্রমন সুবিধাঃ যেহেতু যমুনা নদীর তীরেই যমুনা রিসোর্ট অবস্থিত তাই যমুনা সেতু দেখার পাশাপাশি যমুনা নদীতে নৌ- ভ্রমনের সুযোগ রয়েছে রিসোর্টে। ৫৬ একর আয়তনের হারবারে রিসোর্টের নিজস্ব জেটি থেকে নৌকা বা স্পিডবোর্ড নিয়ে ভেসে যেতে পারেন যমুনার বুকে। যমুনার জলে জেলেদের মাছ ধরার দৃশ্য পর্যটকদের নিশ্চিত বিমুগ্ধ করবে। পিকনিক স্পট সুবিধাঃ যমুনা রিসোর্টের নিজস্ব তত্ত্বাবধানে প্রতিষ্ঠা করা হয়েছে চমৎকার একটি পিকনিক স্পট। বিভিন্ন প্রজাতির গাছ-গাছালিতে এই পিকনিক স্পটে রয়েছে কৃত্রিম পাহাড়। শিশুদের খেলাধুলার জন্য রয়েছে খেলার সামগ্রি ও স্পেশাল কিছু রাইড। বিনোদন সুবিধাঃ যমুনা রিসোর্টের অভ্যন্তরে বিনোদন ও খেলাধুলার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। ফুটবল, ক্রিকেট, লন টেনিস, বাস্কেট বল, ভলিবল, ব্যাডমিন্টন- আপনার পছন্দ মত যে কোন খেলা বেছে নিতে পারেন।রয়েছে একটি আধুনিক সুইমিংপুল, চাইলে একটু সাঁতারও কেটে নিতে পারেন। জিম ও স্পোর্টস ক্লাবঃ স্পোর্টস ক্লাবে আছে পুল টেবিল, টেবিল টেনিস এবং জিমে রয়েছে এক্সারসাইজের যাবতীয় বেবস্থা।বাচ্চাদের জন্য রয়েছে ভিডিও গেমসের বেবস্থা।আর রয়েছে গ্রন্থাগার। নির্দিষ্ট ফি- এর বিনিময়ে আপনি এসকল সুবিধা উপভোগ করতে পারবেন। বার সুবিধাঃ যমুনা রিসোর্টের কর্পোরেট ক্লায়েন্ট ও দেশি বিদেশি পর্যটকদের জন্য রয়েছে অত্যাধুনিক একটি বার। আনন্দ পার্কঃ যমুনা রিসোর্ট মেইন কমপ্লেক্সের বাইরে নিজস্ব তত্ত্বাবধানে নির্মিত হয়েছে আনন্দ পার্ক নামের চমৎকার একটি অ্যামিউজমেনট পার্ক। এ পার্কে শিশুদের জন্য রয়েছে আকর্ষণীয় কিছু রাইড। পার্কের ভিতরে রয়েছে ছোট্ট একটি লেক, যাতে রয়েছে বর্ণিল প্যাডেল বোট। প্রাণী বৈচিত্র্য জাদুঘরঃ যমুনা রিসোর্টের ভেতরেই বাংলাদেশ সেতু কতৃপক্ষের অধীনে প্রতিষ্ঠা করা হয়েছে যমুনা বহুমুখি সেতু প্রাণী বৈচিত্র্য জাদুঘর। এ জাদুঘরে বিভিন্ন প্রাণী স্টাফ করে, কাঁচের জারে ফরমালিনে ডুবিয়ে রাখা হয়েছে। এছাড়া এখানে সংরক্ষিত আছে বাংলার বিভিন্ন লোকজ উপকরণ। যাতায়াতঃ ঢাকা থেকে বাসে যমুনা রিসোর্টে যাওয়া যায়। ট্রেনেও যাওয়া যায়। প্রতিদিন ৪-৫ টি ট্রেন এ রুটে চলাচল করে। বেশ কতি প্যেকেজ আছে যমুনা রিসোর্টে, যেমনঃ ঈদ প্যেকেজ, উইন্টার প্যেকেজ, হানিমুন প্যেকেজ, নিউ ইয়ার প্যেকেজ ইত্যাদি। যোগাযোগঃ (কর্পোরেট অফিস) প্রগতি ইন্সুরেন্সে ভবন ৭ম তলা, ২০-২১ কাওরান বাজার, ঢাকা। ফোনঃ +৮৮ ০২ ৮১৪২৯৭১-৩, ০১৭১১ ৮১৬৮০৭, ০১৮১৯৯৯৪৬২০ ইমেইলঃ info@jamunaresort ওয়েবঃ jamunaresort
Posted on: Thu, 15 Jan 2015 10:24:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015