আমি সুন্নী মতাদর্শে - TopicsExpress



          

আমি সুন্নী মতাদর্শে বিশ্বাসী একজন কর্মী..! সারা দুনিয়া জুড়ে আমাদের মতাদর্শের অনেক লোকরয়েছে,.যাদের অনেকাংশ আমাদের কর্মী নয়..কিন্তু আমাদের মতাদর্শী..এই একটা ব্যাপারে আমরা খুবই অসহায়..আমরা তাদের কর্মী বানাতে পারিনি..আমরা সাধারণ কর্মীরা এই জন্য কেন্দ্রীয় নেতাদের দোষী..এছাড়া কিছু করার থাকেনা আমাদের.. ইসলামের ১৫০০ বছরের ইতিহাসেরধারাবাহিকতা আমরা ধরে রেখেছি..আমরা ইসলামের সকল বিধা-বিধান মানি কোরান-সুন্নার আলোকে.. আমাদের পূর্ব আক্বাবের, আলেম ,ওলামা ,ওলিগন এইবিষয়ে আমাদের অবগত করেছেন.. অন্য নাম স্বর্বস্ব ইসলামি দলের মত আমরা মানবগড়া মতবাদে বিশ্বাসী নই.. হাদিস মতে ৭৩ দলের মধ্যেআমরাই একমাত্র জান্নাতি দল.. আমদের কেন্দ্রীরও সাধারণ নেতা কর্মীরা রাষ্ট্রের অনুগত্য মেনে চলে.. আমরা রাষ্ট্র দ্রোহীতা ঈমানের বরখেলাপ মনে করি..এখনো পর্যন্ত আমদের কোন কর্মীকে জঙ্গী উপাধি নিতে হয়নি.. যা ওহাবি-হেফাজতি-জামাতিদের পথ ও মত হিসাবে বিবেচ্য.. দেশের পূর্বপর সকল রাজনীতিবিদদের আমরা যথার্ত মূল্যায়ন করি.. আমাদের প্রায় কর্মকান্ড বা অনুষ্টান তাদের কে সাথে নিয়ে করার চেষ্টা করি.. জ্বালাও পোড়াও কর্মসূচি ছাড়া শান্তিপুর্ন ভাবে আমরা দাবি আদায়ের আন্দোলন চালাই.. পূর্বে আমাদের অনেক আলেম ও ভাইদের হত্যা করেছে জামাতি-হেফাজতিরা.. আমরা এর প্রতিবাদ জানিয়েছি সভা-সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে.. আমাদের কর্মীরা স্বাধীনচেতা,. তাঁরা ধর্মীয় গোড়ামি পছন্দ করেনা.. এই বিষয় গুলো ছাড়াও আমাদের আরো অনেক ইসলামি আদর্শ রয়েছে যা কওমি-জামাতিদের মত লোকদেখানো নয়.. বর্তমান আমাদের নাজুক অবস্তান,. সরকার ও বিরোধি দল হ্মমতার জন্য আতাত করছে ওই সব জঙ্গী জানোয়ারের সাথে.. আমাদের কর্মীদের হত্যা করছে ওরা,, আক্রমন চালাচ্ছে আল্লার অলির মাজারে,. আঙ্গুল চুসচে সরকার, তামাশা দেখছে বিরেধী দল..!! অথচ এরাই নির্বাচনি প্রচারনা শুরু করে মাজার যিয়ারতের মাধ্যমে ,.আজ কিছুই করার নেই আল্লার অলিদের কাছে বিচার দেয়া ছাড়া.. তাই দিলাম.. Pls like and share, if u sunni..
Posted on: Sun, 25 Aug 2013 10:18:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015