আমি ২০০৯ সালে বাংলাদেশের - TopicsExpress



          

আমি ২০০৯ সালে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতা নিয়ে গবেষণা শুরু করি। এর আগে অনেকেই স্পোর্টস নিয়ে ভেবেছেন, কিন্তু এ নিয়ে বাংলাদেশে কেউ একাডেমিক লেখা লিখেছেন বলে আমার জানা নেই। আমি ২০১০ সালে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতার ধরণ ও অনুশীলন নিয়ে আমার মাস্টার্স থিসিসকে একটি একাডেমিক প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে প্রকাশ করি (https://facebook/photo.php?v=10151597878302999&set=vb.751182998&type=3&theater)। সে সময় ক্রীড়া সাংবাদিকতাকে অনেকেই সাংবাদিকতা হিসেবে গণ্য করত না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগেও স্পোর্টস জার্নালিজম নামে কোন কোর্স ছিল না। শুধুমাত্র ইউল্যাব ও আইইউবি তে সম্ভবত ছিল। এরপর আমি ২০১০ ও ২০১১ সালে ডেইলি স্টার (archive.thedailystar.net/newDesign/print_news.php?nid=157417), নিউ এজ (newagebd/newspaper1/archive_details.php?date=2011-02-22&nid=8948) ও অন্যান্য পত্রিকায় ক্রীড়া সাংবাদিকতার একাডেমিক গুরুত্ব নিয়ে কিছু মতামত লিখেছিলাম। পরে ঢাবি তে ৫০ নম্বরের একটি কোর্স যুক্ত হয়েছে। অনেকেই ক্রীড়াকে বেশ গুরুত্বের সাথেই বিবেচনা করেন। আমাদের দেশে এর কাটতিও অন্য বিভাগের তুলনায় অনেক বেশি। হঠাত করে বিগ থ্রি প্রোপোজাল ও সাকিব আল হাসান কে নিয়ে মানুষের এত বিতর্ক ও গণমাধ্যম বিশেষ করে ক্রীড়া সাংবাদিকতাকে আলোচনায় আনছে দেখে খুব ভাল লাগে। এখন সাংবাদিকতার অনেক ছাত্রই ক্রীড়া নিয়ে গবেষণা করতে চান দেখে নিজেকে বড় মনে হয়। :D
Posted on: Tue, 08 Jul 2014 06:35:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015