আমরা কি আর সাধে বলি এই - TopicsExpress



          

আমরা কি আর সাধে বলি এই আওয়ামী ট্রাইব্যুনাল “Judicial killing” চালাচ্ছে!! দেখুন আজকের দৈনিক কালের কন্ঠ কী লিখেছে!! স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা “ফাঁসির রায়ের আগের দিন থেকে শুরু করে অন্তত ১৫ দিন পর্যন্ত কঠোর নিরাপত্তা বলবৎ রাখা”র সিদ্ধান্ত কিভাবে নিল?? অথচ ট্রাইব্যুনাল এখনো আল্লামা সাঈদীর আপীলের রায় দেয়নি!! তারা কিভাবে জানলো আল্লামা সাঈদীর আপীলের আসন্ন রায়টি ‘ফাঁসির’ রায় হবে??!! তাহলে কি এই ট্রাইব্যুনালের রায়সমূহ লিখিত হয় সরকারের নির্বাহী বিভাগ (Executive) দ্বারা আর পঠিত হয় বিচার বিভাগ (Judiciary) দ্বারা???!!! অতএব আপনারাই বলুন- একে কি আমরা Judicial Killing বলব নাকি “Judicio-Executive Killing” বলব???!!! খবরের লিঙ্কঃ kalerkantho/print-edition/last-page/2014/04/22/75571
Posted on: Tue, 22 Apr 2014 08:53:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015