►আরো অদ্ভুত কিছু - TopicsExpress



          

►আরো অদ্ভুত কিছু তথ্যাবলী: • পিঁপড়ারা ট্যালকম পাউডার পছন্দ করে না!!! জীবনে কখনো দেখেছেন পাউডারের পাত্রে বা পাউডারের কৌটায় পিঁপড়া উঠেছে??? • হাঙর ৪ কি. মি. দূর থেকেও এক ফোঁটা (শুধুমাত্র এক ফোঁটা) রক্তের অস্তিত্ব ঠিক ঠিক শনাক্ত করতে পারে!!! • অন্যকিছু না দেখেও শুধু ঘোড়ার দাঁত দেখে আপনি বলে দিতে পারবেন ঘোড়াটি মেয়ে না ছেলে! বেশিরভাগ পুরুষ ঘোড়ার দাঁত থাকে ৪০টি এবং মেয়ে ঘোড়ার ৩৬টি!!! • পানিতে থাকাকালীন সময়ে সাপ আমাদের কামড় দিতে পারে না!!! কামড় দিতে হলে অবশ্যই সাপকে মাটি বা কোনও শক্ত কিছুর উপর আশ্রয় নিয়ে কামড় দিতে হবে!!! অদ্ভুত!! • তিমি মাছের শরীর দেখে কি মনে হয় যে এই মাছ না খেয়ে থাকতে পারে??? জেনে অবাক হবেন যে, একটা নীল তিমি একটানা ৬ মাস পর্যন্ত না খেয়ে কাটিয়ে দিতে পারে!!! • গরিলা, জিরাফ, এরা কিন্তু সাঁতার কাটতে পারে না!!! খুব বেশি বেকায়দায় না পড়লে গরিলা কখনো পানি পাড়ি দেয় না!!! • একটি হাতি প্রতিদিন গড়ে ২২ কেজি (৫০ পাউন্ড) করে “ইয়ে” করে!! ইয়ে মানে ইয়ে আরকি!!! পায়খানা অথবা হাগু যাই বলেন!!! ► তথ্যগুলো ভালো লাগলে "লাইক" দিতে ভুলবেন না। কারণ আপনার একটি "লাইক" আমাদেরকে এরকম তথ্যমূলক পোস্ট দিতে উত্‍সাহিত করে!
Posted on: Sun, 25 Aug 2013 18:19:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015