আলহামদুলিল্লাহ্‌ । - TopicsExpress



          

আলহামদুলিল্লাহ্‌ । আমীরে হেফাজত মহোদয়ের বিবৃতির মাধ্যমে সব বিভ্রান্তির অবসান হয়েছে । সত্য প্রমানিত হয়েছে সূর্যালোকের মত । মিথ্যার সয়লাব বন্ধ হওয়া উচিৎ এবার । সত্যের পথে সহযাত্রী আমার প্রিয় ভাইয়েরা , চাপা শব্দের ফিস ফিস করে কথা নয় । মাথা নীচু করে ধীরে ধীরে ও নয় । সুস্পষ্ট করে কথা বলুন ।সম্পূর্ণ শক্তি ও সাহসিকতার সাথে সামনে আরও সামনে এগিয়ে চলুন । কোন ইতস্ততা নয় । জড়তা নয় । কোন সন্দেহ ও শঙ্কা নয় । দুর্বার গতিতে , নির্ভীক চিত্তে, লক্ষ্য অর্জনের পথে এগিয়ে চলুন অব্যাহত গতিতে । আল্লাহর শপথ, আমরা যদি আল্লাহর নির্দেশিত পথে অবিচল থাকি, তবে আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন । আমরা চির অনির্বাণ, শাশ্বত, সুন্দর, অকৃত্রিম ইসলামকে বাস্তবায়ন করেই পেতে পারি তার সোনালী ফসল । আমাদেরকে সংশয়বাদিতা ত্যাগ করতে হবে । বিভেদ, মতভেদ বিতর্কের পথ পরিহার করতে হবে । প্রথম ও প্রধান লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে যেতে হবে । আমরা যদি এভাবে চলতে পারি তবে আল্লাহর রহমত ও মেহেরবানীতে আমরা দুনিয়ার বুকে স্বপ্ন ও সাধনার নগদ ফসল তুলতে পারবো ।
Posted on: Wed, 25 Sep 2013 13:23:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015