আসছে গ্র্যান্ড থেফট অটো - TopicsExpress



          

আসছে গ্র্যান্ড থেফট অটো ৫ – PC (২০১৪ ------------------------------------------------ গ্র্যান্ড থেফট অটো ৫, যা জিটিএ ৫ নামে পরিচিতি। এটি রকস্টার নর্থ কোম্পানির আপকামিং ভিডিও গেম যা বর্তমানে নির্মাণাধীন রয়েছে। গেমটি গ্র্যান্ড থেফট অটো সিরিজের ১৫তম সংস্করণ। যা অক্টোবর ২৫, ২০১১ সালে এনাউন্স করা হয়। গেমটির প্রথম ট্রেইলার মুক্তি পায় নভেম্বর ২, ২০১১ সালে। গেমটিতে স্যান্ড এন্ডডেস গেমটির লস স্যানটস এর বর্তমান যুগের কাহিনী তুলে ধরা হবে। গেমটিরে রয়েছে তিনজন প্লেয়েবল ক্যারেক্টার। মাইকেল, ফ্র্যাঙ্কিং এবং ট্রেভর। জিটিএ সিরিজে আগের গেমসগুলোর গেম-প্লে আবারো আসবে জিটিএ ৫ গেমটিতে তবে নতুন ভাবে। জিটিএ ৫ গেমটিতে তুমি পাচ্ছ ৩টি চরিত্র। যেখানে একটি স্পেশাল মেনুর মাধ্যমে তুমি গেমটির খেলার যেকোনো সময় তোমার পছন্দের চরিত্রটি পরিবর্তন করে খেলতে পারো। এছাড়াও গাড়ি চুরি করে হাওয়ার গতিতে ছুটে চলা, এটাও আসবে জিটিএ ৫ এ। তবে গাড়ি চুরি আর সহজ নয়। যার কাছ থেকে চুরি করবে সে পুলিশকে ডাকতে পারে ২ সেকেন্ডের মধ্যেই!!! তবে ফোন করে পুলিশ ডাকতে ১০-১২ সেকেন্ড লাগবে। এছাড়াও পুলিশের হাত থেকে বাচঁতে তুমি গাছে উঠতে পারবে। এছাড়াও সাঁতার কাটতে পারবে। এছাড়াও চরিত্রটিতে কাপড়-চোপড় দিয়ে সাজাতে পারবে। তবে মাসল এবং মোটা এই দুটি গেমটিতে থাকছে না। থাকছে একটি আধুনিক মোবাইল। আগের গেমস গুলোতে ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারলেও জিটিএ ৫ গেমটিতে তুমি মোবাইল দিয়েই ছবি তুলতে পারবে। থাকছে রেডিও স্টেশন অনেকগুলো, থাকছে ইন্টারনেট ব্যবহারের সুবিধা, থাকছে আরো ডিটেইলড টিভি। এছাড়াও ভাইস সিটির বাস, স্যান এনড্রেস এর ট্রেন চালক মোড জিটিএ ৫ য়েও থাকছে। তবে রিলেশনশীপ বা ডেটিং বা বান্ধবী মোড থাকছে না জিটিএ ৫ গেমটিতে। আর অসংখ্য মিনি গেমস তো থাকছেই। গেমটির নির্মাণ কাজ শুরু হয় ২০০৮ সাল হতে। যা এখনো নির্মাণাধীন রয়েছে। আগেই বলেছি রকস্টার গেমস জিটিএ ৫ গেমটিতে প্রচুর পরিশ্রম দিয়েছে। গেমটি ২০১১ এবং ২০১২ সালে মুক্তি পাবার কথা থাকলেও আরো আপগ্রেড করার জন্য গেমটি গত বছরের সেপ্টেম্বরে প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ গেমস কনসোলের জন্য অলরেডি মুক্তি পেয়ে গেছে আর পিসি সংস্করণটি এ বছরের মানে ২০১৪ সালের ফেব্রুয়ারী কিংবা মার্চ মাসে মুক্তি পেতে পারে। নির্মাতা: রকস্টার নর্থ প্রকাশ করবে: রকস্টার গেমস ইঞ্জিণ: রেইজ মুক্তি পাচ্ছে: ---------------------------- সেপ্টেম্বর ১৭, ২০১৩ সালে প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ গেমস কনসোলের জন্য। গেমটির পিসি সংস্করণ মুক্তি পাচ্ছে এটা নিশ্চিত করা গেলেও কবে আসবে তা বলা যাচ্ছে না এখনই। সিস্টেম রিকোয়ারমেন্টস: --------------------------------- উইন্ডোজ সংস্করণ এবং হার্ডডিক্স এর কতটুকু জায়গা লাগবে তা নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে ৩২ গিগাবাইট থেকে ৬০ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস লাগতে পারে। কমপক্ষে: ---------- কোর ২ ডুয়ো ই৪৬০০ ২.৪ গিগাহার্জ গতির প্রসেসর, জিফোর্স জিটি ৩৪০ অথবা রাডিয়ন এইচডি ৩৮০০ গ্রাফিক্স কার্ড , ৪ গিগাবাইট র্যাম মিডিয়াম: ------------- কোর আই ৩ ২.৮ গিগাহার্জ গতির প্রসেসর, জিফোর্স জিটিএক্স ২৬০ অথবা রাডিয়ন এইচডি ৭৭৫০ ডিডিআর৩ গ্রাফিক্স কার্ড , ৬ গিগাবাইট র্যাম হাই: ------------- কোর আই ৫-২৫০০টি ২.৩ গিগাহার্জ গতির প্রসেসর, জিফোর্স জিটিএক্স ৪৮০ অথবা রাডিয়ন এইচডি ৬৯৭০ গ্রাফিক্স কার্ড, ৮ গিগাবাইট র্যাম আল্ট্রা (এইচডি গ্রাফিক্স + ৯৯% স্পিড): কোর আই ৭ – ২৬০০কে ৪.৯ গিগাহার্জ গতির প্রসেসর, ১৬ গিগাবাইট র্যাম, রাডিয়ন এইচডি ৭৯৭০ অথবা জিফোর্স জিটিএক্স ৭৮০ গ্রাফিক্স কার্ড ------------------------------------------------------------------------------------------------------------------ খেলাযোগ্য চরিত্রসমূহ: ----------------------------- মাইকেল: মাইকেল এর জন্ম ১৯৬৪ সালে। গ্রামের বাড়ি রকফোর্ড হিলস, লস স্যানটসে। তার পরিবারে তার স্ত্রী আমান্ডা, তার ছেলে জিমি এবং তার মেয়ে ট্র্যাসি রয়েছে। মাইকেলের জীবনী এখনো পর্যন্ত জানা যায় নি অফিসিয়াল ভাবে তবে বলা হয় যে মাইকেল তার জন্ম ইস্ট কোস্টে এবং তার যৌবনের কোনো এক সময় যে ব্যাংক এর ডাকাতির কাজে যুক্ত হয়ে যায় এবং বছরের পর বছর তার এই পেশায় অভিঞ্জতা বাড়ে এবং এখন যে খুব বড় একজন বড় ডাকাত। এবং পরে কোনো এক সময়ে সে সাবেক মিলিটারী সদস্য ট্রেভর এর সাথে দেখা হয় এবং বন্ধুত্ব হয়। তার পরেই সে তার স্ত্রী আমান্ডার সাথে পরিচয় হয় এবং বর্তমানে তার একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। জিটিএ ৫ গেমটির ঘটনার আগে সে তার ক্রিমিনাল জীবন হতে অবসর নেয় প্রচুর পরিমাণ টাকা পয়সা নিয়ে। তার এখন বিশাল ম্যানশন রয়েছে যেখানে অনেকগুলো দামী দামী গাড়ি এবং টেনিস কোর্ট রয়েছে। ট্রেভর: পুরো নাম ট্রেভর ফিলিপস। জন্ম কবে তা জানা যায় নি। গ্রামের বাড়ি স্যান্ডি শোরস এ। ট্রেভর যৌবনে মিলিটারীতে পাইলট হিসেবে যোগদান করে একটি যুদ্ধের সময়। যুদ্ধটি শেষ হলে তার চাকুরিটিও চলে যায়। এর পর তার সাথে তার দেখা হয় মাইকেলের। তারা দুজন মিলে এখন ডাকাতি করে দিন যাপন করছে। ফ্রাঙ্কিং: ফ্রাঙ্কিং এর জন্ম সাউথ লস স্যানটসে তবে তার কখোনই কোনো পরিবা, টাকা পয়সা এবং শিক্ষা ছিল না। তার যৌবনের কোনো একসময়, সে গ্যাঙ্গে ঢুকে যায় এবং পুলিশের কাছে ধরাও খায়। পরে দীর্ঘদিন জেলে থাকার পর সে সিদ্ধান্ত নেয় যে , ছাড়া পেলে সে তার এই জীবন ছেড়ে দিবে। আমরা তাকে গেমটিতে রেপু ম্যান হিসেবে দেখতে পারবো। পটভূমি: -------------- লস স্যানটস একটি ফিকশনাল সিটি যা ইউ.এস এর southwest অংশে স্যান এনড্রেস স্টেটে অবস্থিত। লস স্যানটস জিটিএ সিরিজে প্রথম বারের মতো এসেছিল “স্যান এনড্রেস” গেমটিতে এবং দ্বিতীয় বারের মতো “জিটিএ ৫” গেমটিতে মর্ডান দিনের আলোকে আসতেছে। লস স্যানটস সিটি টা বাস্তবের লস এঞ্জেলস, কার্লিফোনিয়ার উপর ভিক্তি করে নির্মিত। --------------------------------------------------------------------------------------- গেমটিতে রয়েছে অনেকগুলো ইউনিক ফিচার। তাদের মধ্যে প্রধান হচ্ছে, গেমটিতে সিরিজের প্রথমবারের মতো তিনজন প্লেয়ার এর ভূমিকায় খেলা যাবে। একজনকে বেছে নিতে হবে আর বাকি দুজন তাদের নিজেরদের মতো করে জীবন সাজাবে। তবে গেমটিতে যেকোনো সময় প্লেয়ার পরিবর্তন করা যাবে। এটি গেমটির আরেকটি ইউনিক ফিচার। প্রায় গুগল ম্যাপের স্ট্যাইলে প্লেয়ার পরিবর্তন করা যাবে। রয়েছে নতুন নতুন সব কর্মশালা যেমন ইউগা, জেট স্কাইয়িং, বেইস-জাম্পিং, টেনিস, পূর্ণাঙ্গ গলফ ইত্যাদি। গেমটিতে মোবাইল ফোন ফিরে এসেছে বন্ধুদের ফোন করার জন্য এবং ইন্টারনেট ব্রাউজিং এর জন্য। গেমটি হবে রকস্টারের এ যাবৎ কালের সবচেয়ে বড় গেম। গেমটির ম্যাপ কিংবা পটভূমির বিশালতা বুঝা যায় যখন শুনা যায় যে, গেমটির পটভূমি স্যান এনড্রেস, জিটিএ ৪ এবং ভাইস সিটির দিগুণ মিলিয়ে! মানে হলো স্যান এনড্রেস গেমটির ম্যাপের ৪ গুণ, ভাইস সিটি গেমটির ৮/১০ গুণ বড় হবে গ্র্যান্ড থেফট অটো ৫ গেমটি! খাইছে রে! গাড়িসমূহ: গ্র্যান্ড থেফট অটো ৫ গেমটিতে সিরিজের সবচেয়ে বেশি এবং “আপ-টু-ডেট” গাড়িসমূহ থাকছে। রয়েছে এয়ারপ্লেন, হেলিকপ্টার, গাড়ি, নির্মাণ গাড়ি, জরুরী কাজে নিয়োজিত গাড়ি যেমন ফায়ার সার্ভিস ট্রাক, রয়েছে মোটরসাইকেল, বাইসাইকেল, জেট স্কাই ইত্যাদি। গেমটিতে প্লেন চালানো যাবে যেটা স্যান এনড্রেস গেমটিতে করা যেত কিন্তু জিটিএ ৪ গেমটিতে করা যেত না। রয়েছে ফ্লাইওভার ট্রেন সিস্টেম, আন্ডারগ্রাউন্ড ট্রেন সিস্টেম, রয়েছে সাবমেরিন সিস্টেম ইত্যাদি। ব্যবসা: ট্রেইলারের তথ্য অনুযায়ী জিটিএ৪ এর ব্যবসা-ব্যবস্থা জিটিএ৫ গেমটিতে ফিরে আসবে। যেমন বাগস্টার ফুমিগেশন কোম্পানি এবং আপ-এন-এটম বার্গার ফাস্ট ফুড রেস্টুরেন্ট ইত্যাদি। অস্ত্রসমূহ: গেমটির সমস্ত অস্ত্র এর নাম এখনো জানা যায়নি। ট্রেইলারের অনুসারে গেমটিতে Norinco Type 56-2 এসাল্ট রাইফেলস সাথে Sound Suppressors থাকছে। ম্যাপ: রকস্টার বলেছে যে জিটিএ ৫ গেমটি জিটিএ সিরিজের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হবে। যদিও অফিসিয়াল ভাবে ম্যাপ এর ব্যাপারে কিছু বলে নি রকস্টার। ইন্টারনেট এ যতগুলো ম্যাপ আছে সবই ভূয়া। এখন পর্যন্ত জিটিএ স্যান্ড এ্যান্ডড্রেস এর ম্যাপটি বৃহৎ ম্যাপ জিটিএ সিরিজে। তবে জিটিএ ৫ এর ম্যাপ জিটিএ স্যানএ্যান্ডড্রেস এবং জিটিএ ৪ এর ম্যাপ মিলিয়ে ২ গুণ বড়!!! থাকছে সিটি অফ লস স্যানটস, পাহাড়, সমুদ্র, সমুদ্র সৈকত, কিছু কিছু অন্য শহর এবং একটি মিলিটারী বেইস। বিবিধ: > WABC চ্যানেলে “দ্যা ইলেক্ট্রিক প্লে-গ্রাউন্ড” অনুষ্ঠানে ২০১২ সালের ৮ এপ্রিলে বলা হয় যে ২০১৩ সালে গ্র্যান্ড থেফট অটো সিরিজের পরবর্তী গেম আসবে। উল্লেখ্য যে, পরের মাসেই রকস্টার অফিসিয়াল ভাবে গেমটি এনাউন্স করে। > গ্র্যান্ড থেফট অটো ৪ এর ব্যবসা প্রতিষ্ঠান যেমন ই-কোলা, ২৪/৭, ডেইলি গ্লোব ইত্যাদি গেমটিতে ফিরে আসবে > গেমটিতে সিরিজের প্রথম বারের মতো সরাসরি গাড়ির হুড বা ছাদ খুলতে এবং বন্ধ করা যাবে। > রকস্টারের স্মরণকালের সবচেয়ে বড় গেম হতে যাচ্ছে গ্র্যান্ড থেফট অটো ৫। > শোনা যাচ্ছে যে গেমটির পিসি সংস্করণ ৬০ গিগাবাইট ছুঁতে পারে!! ---------------------------------------------------------------------- Cuetesy To Gamewala.Net
Posted on: Sat, 03 Jan 2015 14:53:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015