ইসলাম বলে ডানদিকে - TopicsExpress



          

ইসলাম বলে ডানদিকে কাত হয়ে ঘুমাতে, আর বিজ্ঞান বলে ডান দিকে কাত হয়ে ঘুমালে হার্ট সবচেয়ে ভালোভাবে পুরো শরীরে রক্ত পাস করতে পারে। ইসলাম বলে মদ পান হারাম, আর বিজ্ঞান বলে মদ পানে লিভার নষ্ট, সামাজিক অশান্তি সৃষ্টি এবং মৃত্যু ঘটাতে পারে। ইসলাম বলে শুকরের মাংস হারাম, আর বিজ্ঞান বলে শুকরের মাংস লিভার, হার্ট, ব্রেনসহ যেকোন অংশ ধ্বংস এমনকি অধিক মেদ বৃদ্ধি পায়। ইসলাম বলে পশু জবেহ করে খেতে, আর বিজ্ঞান বলে জবেহ করা পশুর মাংস অন্য যেকোন ভাবে হত্যা করা পশুর মাংস থেকে নিরাপদ ও ভালো। ইসলাম বলে বিবাহবহির্ভূত সম্পর্ক না করতে, আর বিজ্ঞান বলে বিবাহবহির্ভূত দৈহিক সম্পর্ক এইডস এর ঝুঁকি বৃদ্ধি এবং দাম্পত্য জীবনে অশান্তি সূষ্টি করে। এখানে শুধুমাত্র কয়েকটি কথা উদাহরনস্বরূপ তুলে ধরা হল। যে কথাগুলো আল্লাহ তায়ালা প্রায় ১৪০০ বছর পূর্বে বলেছিলেন যা বিজ্ঞান ১৪০০ বছর পর এসে সঠিক ব্যাখ্যা জানতে বা করতে পারতেছে। আমরা ততটুকুই জানব যতটুকু আল্লাহ আমাদের ক্ষমতা দিয়েছেন। আমরা যা জানি না, আল্লাহ তা জানেন। আর আমরা যা বুঝি না, আল্লাহ তা বোঝেন। সুতরাং আধুনিকতা বা বিজ্ঞানের নামে ইসলাম থেকে দূরে সরে গেলে একসময় হয়তো নিজেকে আবিষ্কার করবেন আপনি ভুল পথে আছেন। আর তখন কান্না ছাড়া আর কোনো ভাষা থাকবে না। আপনার বিজ্ঞান ভুল হতে পারে কিন্তু ইসলামের একটা শব্দ পর্যন্ত ভুল হতে পারেনা। https://youtube/watch?v=HONF5YsqdUs
Posted on: Fri, 12 Sep 2014 21:25:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015