উসমান, আলী হায়দার, আবু - TopicsExpress



          

উসমান, আলী হায়দার, আবু বকর, উমার ফারুক, বঙ্গবন্ধু, বিজয়, দুর্জয়, নির্মূল, অপরাজেয়, অদম্য, অতন্দ্র, দুর্বার, দুরন্ত, দুর্ভেদ্য, দুর্দাম, উত্তাল, দুর্ধর্ষ, দুর্দান্ত, দুর্দন্ত, অনির্বান, নির্ভয়, অগ্রদূত। বিখ্যাত মানুষের নাম আর শক্ত উচ্চারনের এই শব্দগুলো হল বাংলাদেশ নেভী-র মালিকানাধীন বিভিন্ন নৌ-যানের নাম। এছাড়াও আছে বাংলাদেশের বিভিন্ন নদীর নামে অনেকগুলো শিপ - ধলেশ্বরী, সাঙ্গু, তুরাগ, কপোতাক্ষ, করতোয়া, গোমতী, মধুমতী, পদ্মা, সুরমা, কর্ণফুলী, তিস্তা, তিতাস, কুশিয়ারা, চিত্রা, ধানসিঁড়ি, মেঘনা, যমুনা ইত্যাদি। আছে শহীদ দৌলত, শহীদ ফরিদ, শহীদ মহিবুল্লাহ, শহীদ আখতারুদ্দিন নামের গান বোট। সার্ভের জন্য আছে অনুসন্ধান। সকল জাহাজের নামের আগে যুক্ত আছে বিএনএস - বাংলাদেশ নেভী শিপ। চারবছর পর গতকাল জাতিসংঘের শান্তি মিশন শেষে লেবানন থেকে দেশে ফিরেছে দুটি শিপ - বিএনএস মধুমতি এবং বিএনএস ওসমান। তাদের স্থলে রওয়ানা হয়ে গিয়েছে আরও দুটি শিপ - বিএনএস আলী হায়দার এবং বিএনএস নির্মূল। মধুমতি ও ওসমানের কল্যাণে চার বছরে সাত হাজার কোটি ডলার আয় করা হয়েছে। আমাদের নৌবাহিনী শান্তিতে সংগ্রামে সমুদ্রে দূর্জয় - In War and Peace Invincible at Sea। (Y)
Posted on: Tue, 12 Aug 2014 05:12:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015