“উৎসব শেষ, উৎসব - TopicsExpress



          

“উৎসব শেষ, উৎসব শুরু”... পরিবর্তিত জমানায় এটাই ছিল এই সিনে উৎসবের প্রচার লাইন। বাঙালী উৎসব কাঙাল জাতি... বারো মাসের তেরোতেও আজকাল তার হয়না... চাই চোদ্দ... তাই শারদীয়া দীপাবলীর পর তালিকায় বিনা আয়াসে উৎসব ক্যালেন্ডারে স্থান করে নিল এই চলচ্চিত্র উৎসব। আর নেবেনাই বা কেন? সিনেমা নিয়ে বাঙ্গালীর রোমান্টিসিজ্‌ম তো জগৎ প্রসিদ্ধ! তবু মৃণালের কাঁটার মতো এর গায়েও লেগে আছে বিতর্কের কাঁটা। যে রাজ্যে কর্মসংস্থানের দৈন্যের দশা... সরকারী কর্মচারীদের মাস-মাহিনা মহার্ঘ্য ভাতায় টান পরে সরকারী কোষাগারের ভাঁড়ে মা ভবানীর অজুহাতে, সেখানে সরকারী আনুকূল্যেই কিভাবে কোটি কোটি টাকা ব্যায়ে হয় এই তারকাখচিত সিনে-পার্বণ?... তবু যে বিতর্কই থাক অস্বীকার করার কোনো অবকাশই নেই যে এই উৎসব হচ্ছে হ্যামলিনের সেই বাঁশিওয়ালা যার সম্মোহনী বংশীধুনে আমাদের মতো ধেড়ে ধেড়ে ইঁদুরেরা ছুটে ছুটে যাবেই! আমাদের এই সাধের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবার তারুণ্য ছেড়ে কুড়ির কোঠায় পা রাখল। তার শরীরে এখন যুবক রক্ত। ফুটছে। টগবগিয়ে। আর তাই আমাদের সাধের এই গ্রুপ থেকে এবারেও উদযাপন করা হবে KOLKATA FILM FESTIVAL SECIAL EDITION. বন্ধুরা ১০ থেকে ১৭ই নভেম্বর এই সাতটা দিন তোমরা গ্রুপের নিয়মিত পোস্টের সাথেই উৎসবের বিদেশী ছবি নিয়ে পোস্ট কোরো। না করলেও ক্ষতি নেই অবিশ্যি। টালিগঞ্জের চৌকাঠ ডিঙিয়ে বাংলা ছবির উঠোনে যখন পা রেখেই ফেলেছে ফ্রান্স-আমেরিকা-পোল্যান্ড-হাঙ্গেরী-রাশিয়া-চায়না আরও আরও দেশের সিনেমারা... বারো ঘর এক উঠোনের সেই যৌথ পরিবারে ঠাঁই হবে আমাদের সকলেরই। সৌজন্যেঃ- Subhadip Banerjee , Anirban Indu এবং Arunava Gangopadhyay ছবি নির্মাণ ও লেখনঃ- অরুনাভ গঙ্গোপাধ্যায়।
Posted on: Mon, 10 Nov 2014 16:47:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015