এই কঠিন দুনিয়ায় মিশ্র - TopicsExpress



          

এই কঠিন দুনিয়ায় মিশ্র প্রকৃতি মানুষ হয়ে থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বেশি ভাল থাকাও উচিত না আবার বেশি খারাপ হওয়াও উচিত না। দিন বদলাচ্ছে পুরনোকে যত আগলে ধরে সামনে যাওয়া যায় না। সদা সত্য কথা বলিবে! টাইপ ধারনা নিয়ে বাচতে চাইলে সেই আদিম সত্য যুগে চলে যান। এখন এমন এক সময় হাতে টাকা, কর্মক্ষেত্রে সম্মান, আর পেটে ভাত না জুটলে কেউ একবার ও ফিরে তাকাবে না। ভাবতে অবাক লাগে শহুরে জীবন, কালচারড সমাজে থেকেও আমরা সবাই Survival ডিসকভারী চ্যানেলের অনুষ্ঠানের বিয়ার গ্রিলসের মতো। পার্থক্য হলো সেখানে ক্ষুদা আর বন্য প্রানীর ভয়। আর এই ইটের পাহাড়ে মানুষ নামক প্রানীর ভয়। যারা ওত পেতে বসে থাকে আরেকজন কে গ্রাস করবার জন্য। Everything is fair for survival. যতই নিজেরে মানুষ, সৃষ্টির শ্রেষ্ট বলে গর্ব করো না কেন, মানুষ কিন্তু প্রানীর মধ্যেই পড়ে। এই মানুষ সৃষ্টিত শ্রেষ্ঠ ও হতে পারে আবার সৃষ্ঠির সর্ব নিকৃষ্ঠ ও হতে পারে। # উপলব্ধি
Posted on: Tue, 12 Aug 2014 07:53:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015