এই মুহূর্তে যা প্রয়োজন, - TopicsExpress



          

এই মুহূর্তে যা প্রয়োজন, তা হলো ইতিহাস বিকৃতি রোধে কঠোর আইন এবং তার আরো কঠোর প্রয়োগ। পৃথিবীর বিভিন্ন দেশে জেনোসাইড ডিনায়াল শাস্তিযোগ্য অপরাধ, একই ভাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যেকোনো বিকৃতি ও মিথ্যাচারকে কঠোর শাস্তির উপযুক্ত অপরাধ হিসেবে বিবেচনা করে আইন তৈরি করতে হবে। সেই সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা, উপাত্ত, দলিল আর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সংরক্ষণের দিকে নজর দিতে হবে বিশেষ ভাবে। না হলে দুই দিন পর পর এমন আকাশ থেকে পড়া ইতিহাসের সংখ্যা বাড়তেই থাকবে। https://amarblog/index.php?q=pritomdas/posts/181248
Posted on: Sun, 07 Sep 2014 17:12:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015