এক মুঠো চাঁদের অপেক্ষাতে - TopicsExpress



          

এক মুঠো চাঁদের অপেক্ষাতে আলো ঘরের চারপাশ কিছু আকাশ প্রহরী হয়ে আসে, জানালাতে বারবার, দরজাতে হিমেল বাতাস যেন কড়া নেড়ে যাচ্ছে, বোবা সময় সান্ত্বনা দিয়ে যায় এই জোছনা আসছে, আমার ঘরে সব ঘনকালো, যেন আঁধারে কাব্য, ঘরের ভিতর ঘর তুলে রেখে আজ বন্ধ এই মন, শুধু অপেক্ষা কবে জোছনা আসবে ...... একাটা অ্যালবাম এর সব গান এতো জোশ কেমনে হল...অনেক দিন পড় buy a whole album and thats just awesome \m/ #RUNOUT
Posted on: Thu, 21 Aug 2014 06:21:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015