কি কি বিষয়ে - TopicsExpress



          

কি কি বিষয়ে পলিটেকনিকশিক্ষা র্থীরা আন্দোলন করতে পারেঃ১। বাংলাদেশের প্রতিটি Science &Technology (বিজ্ঞান ও প্রযুক্তি)বিশ্ব বিদ্যালয়সমূহে ইঞ্জিনিয়ারিং এ ৪-বছরেরডিপ্লোমাধারীদের (Diploma inEngineering) জন্যবিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তিরসুযোগ দেওয়া । উল্লেখ্যঃ বর্তমানে শুধুমাত্রShahjalal University of Science &Technology (SUST) এবং JessorScience & Technology University (JSTU)- তে সুযোগ রয়েছে । রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র কম্পিউটারটেকনোলজি তে Dip. in Engg. পাশশিক্ষার্থীরা সুযোগ পেয়ে থাকে ।২। সকল বিশ্ববিদ্যালয়ে বিএসসি(অনার্স)প ্রোগ্রামে (বিশেষত Physics, Chemistry,Food Technology, EnvironmentalSc ience, Geology & Mining, MaterialScience, Mathematics, AppliedChemistry & Chemical Technology,Applied Phsics ইত্যাদি) ইঞ্জিনিয়ারিং এ৪- বছরেরডিপ্লোমাধারীদের (Diploma inEngineering) ভর্তির সুযোগ দেওয়া ।৩। যদি এইচএসসি (বিজ্ঞান) পাশএবং ডিপ্লোমা পাশ শিক্ষার্থীর একইবিশ্ববিদ্যাল য়ে সুযোগ দিতে টেকনিক্যাল কোনসমস্যা থাকে, তাহলে বাংলাদেশকারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপনকরা যেতে পারে এবং বিভাগীয়সরকারী পলিটেকনিকসমূহে বিএসসি কোর্স চালুকরা যেতে পারে এই বিশ্ববিদ্যালয়েরঅধীন । তাতে রাষ্ট্রীয় সম্পদের সর্বচ্চব্যবহার নিশ্চিত হবে, আরও অধিক সংখ্যকশিক্ষার্থ ী বিএসসি ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগপাবে, একটি বিশ্ববিদ্যালয় দিয়ে ৬টি বিভাগে অন্তত ৬ টি বিশ্ববিদ্যালয়েরমতো কার্যক্রম পরিচালনা সম্ভব হবে ।@ কারো কোন গঠনমূলক মতামতথাকলে অনুগ্রহ করে কমেন্টে লিখুন । এখানে কোনব্যক্তিবিদ্ব েষী বা শ্রেণীবিদ্বেষী কমেন্টকরলে পেজ থেকে ব্যান করা হবে। কোনবিষয়ে আলোচনা করতে চাইলে, আপনার পূর্ণমতামত গুছিয়ে লিখুন । এই পেজে বাগযুদ্ধ নয়বরং বস্তুনিষ্ঠ আলোচনা করার জন্য অনুরোধকরা হলো । পোস্টেরপক্ষে বা বিপক্ষে আপনার মতামত থাকতেইপারে, তবে সেটি মার্জিত ভাষায় উপস্থাপনেরঅনুরোধ রইলো। From -Mamun abdullah
Posted on: Sat, 25 Oct 2014 06:44:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015