কাকের গায়ে ময়ূরের পালক - TopicsExpress



          

কাকের গায়ে ময়ূরের পালক লাগালে সে ময়ূর হয়ে যায় না। ......... লেখাটি DMF -আবাল দের উৎসর্গ করা হল। একটা গল্প বলি............ এক গ্রামে এক ওঝা ছিল। কবিরাজও বলতে পারেন। দুনিয়ার এমন কোন রোগ নাই যা সে সারাইতে পারে না। সিফিলিস থেকে পাইলস, মাথা ব্যাথা থেকে কোমর ব্যাথা সব কিছুই ঠিক কইরা দিতে পারে। । গ্রামে যে একটা MBBS ডাক্তার ছিল তারে তো আগেই ভাগাইয়া দিসে। পরবর্তীতে যারা আসার ট্রাই করছিল তাদের কেও কায়দা করে গ্রামে ঢুকতে দেয়নাই। ভুল চিকিৎসায় যদি লোক মরত, তাইলে নিজের দোষ সরাসরি আল্লাহ র উপরে চাপাইয়া দিত। এমন করেই চালাইয়া যাইতেছিল তার ভেলকিবাজিতে ভরা চিকিৎসা ব্যাবসা। কিন্তু ডাক্তার রা তো আর অত বলদ না। রাতের বেলায় চুপি চুপি একজন ছদ্মবেশে সার্জন গ্রামে ঢুকে সজা চইলা আসল ওই কবিরাজের দরবারে। আইসা বলল, ওস্তাদ , আপনে তো অনেক নাম কইরা ফালাইসেন। শহরে আপনের কত নাম -ডাক.....তয় ওস্তাদ, আমি শহর থিক্কা আরও কিছু কায়দা শিইখা আইছি। কবিরাজ আগ্রহ নিয়া জিগাইল, কি কায়দা? ছদ্মবেশী সার্জন বলল, কাটা ছিরা বিসয়ক ওস্তাদ। মাইসেরে শরীরের কোথায় কোন শীরা থাকে , রগ থাকে , কোনটা কাটলে কি সমস্যা হইতে পারে ইত্যাদি। এই টা যদি একবার শিখা ফালায়েন ওস্তাদ............খ্যাঁক খ্যাঁক খ্যাঁক............।! ব্যাবসা পুরা জমজমাট। কবিরাজ আর দেরি না করে , ব্যাবচ্ছেদ বিদ্যা শিখা ফালাইল। কিন্তু আখেরে লাভ হইল কচু......! সার্জারি শিখা এখন কবিরাজের কনফিউশন বাইরা গেছে। এখন সে যে অপারেশনই করতে যায়, তাতেই তার হাত কাপে ............... ! শেষ হইল কবিরাজের ভণ্ডামি। এভাবে আবার ওই গ্রামে MBBS ডাক্তার রা ঢুকল। বিনা - ভুল চিকিৎসায় মানুষ মরা বন্ধ হইল। ............।। এবার আসল কথায় আসি। ডাক্তার দের পুটূ মারার জন্য এ সমাজে মানসের অভাব নাই। এমনেই হলুদ সাংবাদিক আর অশিক্ষিত সুশীল সমাজের যন্ত্রণায় টিকা যাইতাছে না, তার অপরে জুটছে আবার এই আবাল রা। যারা শরিরে একটা ময়লা এপ্রন জড়াইয়া নিজেদের ডাক্তার মনে করতেছে।কিছু কইতে গেলে বড় গলায় আবার কয়, ১৯৭১ সালে নাকি বঙ্গবন্ধু তাদের ডাক্তার হিসেবে স্বীকৃতি দিছে। যতোসব নির্বোধের দল। .....আরে ব্যাটা?? জজ এর কাম কি মুহুরি রে দিয়া হয় রে ?? যাই হোক এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
Posted on: Thu, 27 Jun 2013 13:07:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015