•কিছু গূরুত্বপূর্ণ - TopicsExpress



          

•কিছু গূরুত্বপূর্ণ শব্দসমূহের মধ্যে পার্থক্য• ►M.S. এবং M.Sc ডিগ্রীর মধ্যে পার্থক্য: ২টি শব্দ একই, শুধু শব্দসংক্ষেপ ভিন্ন। MS অথবা M.S. আমেরিকায় ব্যবহৃত হয়। অন্যদিকে M.Sc অথবা MSc শব্দটি সাধারণত ইউরোপীয় দেশ, ভারত ও অন্যান্য commonwealth দেশগুলোতে ব্যবহৃত হয় হয়। শব্দ ২টি একই অর্থ বুঝায়: Master of Science. ►Undergraduate এবং postgraduate এর মধ্যে পার্থক্য: Undergraduate হচ্ছেন তিনি, যিনি bachelors ডিগ্রী খুজঁছেন কিন্তু এখনো তার সবগুলো কোর্স সম্পন্ন করেননি। অপরপক্ষে একজন post graduate হচ্ছেন, যিনি ইতোমধ্যে একজন bachelors ডিগ্রীধারী এবং masters অথবা Ph.D ডিগ্রী অর্জনের জন্য কোর্স চালিয়ে যাচ্ছেন। ►Miss এবং Ms. এর মধ্যে পার্থক্য: Miss (মিস্‌)- যে নারী বিবাহিত নন। অপরপক্ষে Ms. (Miz; মিয্‌)- যে নারী single অথবা married দুই অর্থে ই ব্যবহৃত হয়। তবে Mr. শব্দটি পুরুষের বেলায় ব্যবহৃত হয় হোক সে বিবাহিত অথবা অবিবাহিত। ►MD এবং CEO এর মধ্যে পার্থক্য: ইউরোপ ও অন্যান্য commonwealth দেশগুলোতে MD (Managing Director) হলেন কোম্পানীর সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা । অপরপক্ষে সমমানের এ পদটিকে আমেরিকায় বলা হয় CEO (Chief Executive Officer)।
Posted on: Mon, 20 Jan 2014 04:41:59 +0000

Trending Topics



lass="stbody" style="min-height:30px;">
I dont know if your news feed has looked like mine the last few
Aviacion , Difusion y Noticias por Aviador Halcon. 23/8 > Expertos
Agora que tudo está mais calmo... De facto Messi e Ronaldo são

Recently Viewed Topics




© 2015