কিছু প্রয়োজনীয় ডোমেইন - TopicsExpress



          

কিছু প্রয়োজনীয় ডোমেইন কিনব, কিনছি করে অনর্থক সময় ক্ষেপন করে হারিয়েছে। কয়েকদিনের ব্যবধানে কে বা কারা যেন কিনে নিয়েছে। পরিকল্পনার একটা জায়গায় ছোট্ট একটা হোঁচট খেয়েছি। নতুন করে আবার ডোমেইন বিষয়ে ভাবতে হয়েছে। ডোমেইন কিনে রেখে পরবর্তীতে বেশি দামে বেচে দেয়ার ব্যবসায়িক প্রবনতায় মনমত ডোমেইন পাওয়াই দুস্কর। নানান কায়দা কৌশল করে ডোমেইন বাছাই করতে হয়। তারপরেও একটু দেরি হলেই আরেকজনের ঝুলিতে ! গতকাল রাতে ২টা ডোমেইন তরিঘরি করে কিনলাম। আজকে আরো ৮/১০টা কিনে রাখব। আমি অবশ্য আপাতত ডোমেইন কেনা বেচার ব্যবসায় নামছি না। আমার সব পরিকল্পনাগুলোর ভবিষ্যত বাস্তবায়নের লক্ষ্যে একটু খানি এগিয়ে রাখা এই যা। সবগুলো পরিকল্পনাই যে বাস্তবায়িত হবে এমনটা আশা করছি না। তারপরেও কিনে রাখলাম। ডোমেইন কেনাটা অনেকটা নেশার মত। খালি আইডিয়া মাথায় আসে আর ডোমেইন কিনি। দিনে দিনে ডোমেইনখোর হয়ে যাচ্ছি :-O একালের সংশোধিত নীতিবাক্য : বই আর ডোমেইন কিনে কেউ ফকির হয় না :P
Posted on: Thu, 11 Jul 2013 05:06:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015