কিছু রেকর্ড হয়ত ভাঙবেনা - TopicsExpress



          

কিছু রেকর্ড হয়ত ভাঙবেনা কখনই.......... ১.খেলোয়াড়ী জীবনে ৩ টা বিশ্বকাপ জিতা -----(Pele,Brasil) ২.৯৭ টি ক্যারিয়ার hat-trick ----- (Pele ,Brasil) ৩. ১৪৬৮ ক্যারিয়ার গোল---(-Joseph Bican,Austria-C.slovakia) ৪.ক্যারিয়ারে ১৭১ টি penalty সেইভ-- (Yashin Lev ,goalkeeper ,USSR) ৫.১৯৫০ বিশ্বকাপ ফাইনালে ১৯৯৮৫৪ জন দর্শক--(Brazil vs Uruguay 1950 WC Final match ) ৬.বিশ্বকাপ সেমিফাইনালে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হার---(2014 WC semifinal Brasil 1-7 Germany ) ৭.এক calender year এ 91 গোল (Messi ,Argentina) ৮.কোনো এক ক্লাবের হয়ে ৬০০+ গোল (Pele 650 official goals for Santos) ৯.এক বিশ্বকাপে ব্যক্তিগত ১৩ গোল(Just Fontain,France) ১০.এক বিশ্বকাপে মাথায় head দিয়ে ৫ গোল (Klose,Germany 2002 WC) ১১. টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড(Hungary) ১২.দল হিসেবে এক বিশ্বকাপে ২৭ গোল (Hungary)
Posted on: Sun, 03 Aug 2014 10:07:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015