কোন সফ্টওয়্যার ছাড়ায় - TopicsExpress



          

কোন সফ্টওয়্যার ছাড়ায় উইন্ডোজ এক্সপি, সেভেন ও এইট এর বুটেবল পেনড্রাইভ করবেন কিভাবে? বন্ধুরা অনেকদিন পর আসলাম। সরাসরি লক্ষ্যে চলে যাচ্ছি। কিছু মনে করবেন না। আমরা অনেক সময় দেখি নোটবুক গুলোতে সিডি/ডিভিডি ড্রাইভ থাকে না। ফলে কম্পিউটার সেটাপ দেয়ার জন্য পেন্ড্রাইভ ছাড়া সহজ কোন উপায় না থাকায় আমাদের বুটেবল পেন্ডাইভের প্রয়োজন পরে তাই আজ আমরা শিখবো............. কোন সফ্টওয়্যার ছাড়ায় উইন্ডোজ এক্সপি, সেভেন ও এইট এর বুটেবল পেনড্রাইভ করবেন কিভাবে?........................ 1. প্রথমে পেন্ড্রাইভটি কম্পিউটারে সংযুক্ত করুন 2. এবার start->Accessorizes এ গিয়ে command Prompt -এ মাউসের রাইট বাটন প্রেস করে Run as administrator এ ক্লিক করে yes করুন. 3. টাইপ করুন Diskpart এবং enter প্রেস করুন 4. আবার টাইপ করুন list disk এবং enter প্রেস করুন 5. আপনার হার্ড ড্রাইভ এবং পেন্ড্রাইভ দেখাবে disk 0 এবং disk 1 হিসেবে। আপপনি সাইজ দেখে বুঝতে পারবেন কোনটি হার্ডড্রাইভ এবং কোনটি পেন্ড্রাইভ। সাধারণত disk 1 এ পেনড্রইভ থাকে। তারপরও আপনি নির্দেশনা অনুযায়ী Select disk 1 অথবা 2” অর্থাৎ যেটিকে আপনি বুটেবল করতে চান সেটি নির্ধারণ করুন। মনে করেন যে আপনার কাঙ্খিত ড্রাইভটি হল disk 1. তাহলে সে ক্ষেত্রে আপনি Select disk 1 টাইপ করে enter প্রেস করুন। 6. আপনার পেন্ড্রাইভটি সিলেক্ট হয়ে গেলে clean টাইপ করে enter প্রেস করুন এবং একটু সময় দিন। 7. এবার create partition primary টাইপ করে enter প্রেস করুন। 8. আবার Active টাইপ করে enter প্রেস করুন। 9. এখন format fs=fat32 quick টাইপ করে enter প্রেস করুন এবং একটু সময় দিন ডিস্কটি ফরমেট হওয়ার জন্য। 10. এখন assign টাইপ করে enter প্রেস করুন এবং কমান্ড প্রম্ট থেকে বের হয়ে আসুন। আপনার পেন্ড্রাইভটি বুটেবল হয়ে গেছে এখন শুধু উইন্ডোজ এক্সপি, সেভেন বা এইট যেটি করতে চান সে ডিস্কটি সিডি/ডিভিডি ড্রাইভে প্রবেশ করান এবং ডিস্ক থেকে সকল ফাইল পেনড্রাইভে কপি করে নিন। কপি হয়ে গেলে আপনি আপনার পেন্ড্রাইভ দ্বারা কম্পিউটার সেটাপ দেয়ার জন্য প্রস্তুত। [বি.দ্র.:- সিডি/ডিভিডি থেকে ফাইল কপি করার সময় অবশ্যয় এন্টিভাইরাস ডিএ্যক্টিভেট করে রাখুন। কারন অপারেটিং সিস্টেমের অনেক ফাইলকে এন্টিভাইরাস ভাইরাস হিসেরব ধরে থাকে। ফলে ফাইল মিসিং হওয়ার সম্ভাবনা থাকে।} ধন্যবাদ....আজ এই টুকুই আবার দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে....
Posted on: Thu, 11 Sep 2014 08:35:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015