কি লাভ ফেসবুকে বড় - TopicsExpress



          

কি লাভ ফেসবুকে বড় বড় স্টেটাস দিয়ে ? কয় জনে পড়ে এসব ভাল ভাল কথা ? ভাল কথা শুনার আর গ্রহণ করার ক্ষমতা অনেক আগেই আমরা হারিয়ে ফেলেছি । যে বুঝার অলৌকিক কথায়ই বুঝে । আর যে বুঝবেনা তাকে পুরা কোরআনে পাক পড়ে শুনালেও বুঝবেনা । তাকে হুমায়ুন আহমেদের ৫০০ পৃষ্ঠার উপন্যাস এনে দিলে এক নিঃশ্বাসে পড়ে শেষ করবে । কিন্তু ৫০ পৃষ্ঠার একটি দ্বীনি বই এনে দিলে পড়বে না । ইসলামের প্রতি দিন দিন মানুষের অনিহা বেড়েই চলছে । আজ আমরা মুহাম্মদুর রাসুলুল্লাহ সাঃ আমাদের আদর্শ নয় আজ আমাদের যুব সমাজের আদর্শ অমুক সিনেমার নায়ক , তমুক ফুটবল প্লায়ার , অমুক ক্রিকেট প্লায়ার ইত্যাদি ইত্যাদি । আজ রাসুল সাঃ এর সুন্নতী লিবাস ধারণ করতে আমাদের লজ্জা করে । আমাদের লিবাস হতে শাহরাখ খাঁনের মতো আমির খানের মতো । রাসুল সাঃ এর মতো হেয়ার কাটিং চলবে না । হেয়ার কাটিং হতে হবে মেসির মতো নাইমারের মতো । আজ আমাদের মায়ের জন্য আমাদের পাঁচ মিনিট সময় নাই কিন্তু বন্ধুদের জন্য সময়ই সময় । গরীবকে দেওয়ার জন্য পাঁচ টাকা নেই কিন্তু রেষ্ঠুরেন্টে বসে বন্ধুদের সাথে আড্ডা মেরে হাজার টাকা উড়িয়ে দিতে কোনো সমস্যা হয় না । বউয়ের মেইকআপের পিছনে হাজার টাকা খরচ করতে পারি কিন্তু মায়ের পকেট খরচের জন্য একশ টাকা দিতে পারি না । ঘন্টার পর ঘন্টা বসে টিভি দেখতে পারি কিন্তু দশ মিনিট বসে কোরআন পড়ার সময় আমাদের কাছে নাই । যথনই কোনো জনগুষ্ঠি তাদের রাসুলের দেওয়া শিক্ষা ভুলে যাবে তাদের ধ্বংস নিশ্চিত । আজ আমাদের চারপাশে যদি থাকিয়ে দেখি কিছু উলামা এ কেরাম আর মাদ্রাসার ছাত্র বা তাবলীগের সাথী ছাড়া কারো কাছে রাসুলের আদর্শের ছিটে ফুটুও নাই । এই সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে পুরা উম্মতকে কোরআন ও সুন্নাহর উপর নিয়ে আসতে হবে । আর এই কাজ করতে হবে আমাকে আর আপনাকে । আমাদের সমাজকে পরিবর্তন করতে আর কোনো নবী আসবেন না নবী ওয়ালা কাজ আমাদেরকেই করতে হবে ॥ #COLLECT
Posted on: Sat, 27 Sep 2014 16:58:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015