কচুয়ায় স্কুল শিক্ষক - TopicsExpress



          

কচুয়ায় স্কুল শিক্ষক মাসুদের সাথে মেধাবী ছাত্রীর বাল্য বিয়ে ॥ এলাকা তোলপাড় Posted by Dr.Zaman Polash প্রতিনিধি কচুয়ায় ৩ সন্তানের জনক ও দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বায়োলজী) বিএসসি মাসুদ সরকারের হাতে বাল্যবিয়ের শিকার হলেন একই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী পান্না আক্তার। তার রোল নং-০১। বিয়ের পর শিক্ষক নামের কলঙ্ক মাসুদ এখন পলাতক। স্কুল ছাত্রী পান্নাও লজ্জায় স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। মাসুদের গ্রামের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার লাকশিবপুর গ্রামে। তার বাবার নাম শাহাজান সরকার। তার ৩টি ফুটফুটে ছেলে সন্তান রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বিয়ে পাগল স্কুল শিক্ষক মাসুদ সরকার ২০১১ সালের ১জুন কচুয়া উপজেলার দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (বায়োলজী) বিএসসি হিসেবে যোগদান করেন। স্কুলে যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে ছাত্রী হয়রানি, স্কুলে এসে প্রকাশ্য স্কুল ছাত্রীদের (মেয়েদের) সাথে হাঁসি ঠাট্টায় মগ্ন থাকাসহ নানান অভিযোগ রয়েছে। পরীক্ষা, স্কুল চলাকালীনসহ সারাক্ষণ মোবাইল ফোন দিয়ে আলাপে ব্যস্ত থাকত অভিযুক্ত ওই শিক্ষক মাসুদ সরকার। এ নিয়ে স্কুল কমিটি ও প্রধান শিক্ষক তাকে বহুবার সতর্ক করে ও কোন প্রতিকার হয়নি। কাউকেই তোয়াক্কা না করে তার কাজ চালিয়ে যেত বলে একাধিক লোকজন জানিয়েছেন। স্থানীয়রা জানিয়েছে, দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ সরকার একই গ্রামে লজিং থাকত। সে সুবাদে পার্শ্ববর্তী ছোট কুমার বাড়ির দরিদ্র ওমান প্রবাসী খলিলুর রহমানের মেয়ে স্কুল ছাত্রী পান্না আক্তারকে তার বাড়িতে এসে প্রাইভেট পড়ানোর নামে কোমলমতী স্কুল ছাত্রী পান্নাকে ফুসলিয়ে প্রেমের জালে জড়িয়ে ফেলে। পান্নাকে প্রাইভেট পড়ানোর নামে তার ঘরে ঘন্টার পর ঘন্টা সময় কাটাত এবং সময় অসময়ে এসে আড্ডা দিতো। পান্না আক্তারের মা আয়েশা বেগম জানান, জামাইর (শিক্ষক মাসুদ) ইচ্ছায় তার এক আত্মীয়ের বাড়ি মতলবের নারায়ণপুর গিয়ে আমার মেয়ের সাথে বিয়ে হয়। বিয়েতে কত টাকা কাবিন, কে উকিল দিয়েছে, কারা বিয়ের সময় উপস্থিত ছিল বা স্বাক্ষী ছিল তা কিছুই বলতে পারেনি সে। তবে মাসুদ সরকার জানিয়েছে তার ১ম স্ত্রী’র ৩টি ছেলে আছে ঐ স্ত্রীকে ইতিপূর্বে তালাক (ডিবোর্স) দেয়া হয়েছে। পূনরায় স্কুল ছাত্রীকে বিয়ের কথা শিকার করে বলেন, বিয়েতে ৪ লাখ টাকার কাবিন রেজিষ্ট্রি হয়েছে। কাজীর নাম জানতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করে বিষয়টি এড়িয়ে বলেন, পান্নাকে বিয়ে করেছি এটাই সত্য। এদিকে মতলব দক্ষিণ উপজেলায় লাকশিবপুর গ্রামে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু লোকজন জানায়, মাসুদ সরকার বেশ ক’বছর পূর্বে একই গ্রামে পছন্দ করে তার প্রথম স্ত্রীকে বিয়ে করে। পরবর্তীতে কচুয়ায় স্কুলে চাকুরি হওয়ার পর মাসুদ তার প্রথম স্ত্রীর সাথে ভালো ব্যবহার না করে তার সাথে প্রায় সময় খারাপ আচরণ করত বলে তারা জানায়। স্কুল ছাত্রীর সাথে পরকীয়া প্রেমের জড়িয়ে পড়ায় হয়তোবা প্রথম স্ত্রীর সাথে খারাপ আচরণ করে তাকে ডিবোর্স দেয় বলে এলাকাবাসী ধারণা করছে। অপরদিকে বিয়ে পাগল মাসুদ সরকার’র এহেন কর্মকাণ্ডে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং এলাকাবাসী চরম ক্ষুব্ধ হয়ে উঠে। তারা মাসুদ সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। - June 12, 2014Leave a reply « Previous Next » মন্তব্য করুণ আজ সর্বাধিক পঠিত যৌনশক্তি বাড়ানোর জন্য এ্যালপ্যাথি ও হারবাল ঔষধ নিয়ে কিছুকথা! চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর চরে পতিতাদের বিচরণ ৩ দিনের সফরে আগামীকাল চাঁদপুর ও মতলবে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নারায়ণপুরে উদ্ধার হওয়া গলাকাটা লাশের পাঁচ মাসেও পরিচয় মেলেনি মেয়ে সন্তান জন্মানোর জন্য মা দায়ী নন কেন ? স্ত্রীর আত্মহত্যায় বাক প্রতিবন্ধী সেলিমের আর্তনাদ চাঁদপুরের পুরাণবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০ মহামায়া বাজারে প্রকাশ্যে গাঁজা বিক্রি ও সেবন চলছে ফেসবুকে আমরা সাম্প্রতিক সংবাদসমুহ চান্দ্রায় ২ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু কচুয়ায় স্কুল শিক্ষক মাসুদের সাথে মেধাবী ছাত্রীর বাল্য বিয়ে ॥ এলাকা তোলপাড় মির্জাপুরে বৈধ সম্পত্তি অবৈধ দখলের পাঁয়তারা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা ‘নিরাপরাধ’ মানুষ আটককে কেন্দ্র করে পুরাণবাজারে প্যানেল মেয়রের সাথে পুলিশের হট্টগোল দফায় দফায় বৈঠক চাঁদপুরে ২ ইভটিজারের ৩ বছরের সশ্রম কারাদণ্ড অনলাইন পাঠক জরিপ। স্বাধীনতার পর কয়েক যুগ পার হয়েছে ।অর্জিত স্বাধীনতার প্রকৃত বিজয় কী আমরা পেয়েছি ? না (90%, 334 Votes) হ্যাঁ (10%, 37 Votes) Total Voters: 371 সাম্প্রতিক মন্তব্য reaz on ৩ দিনের সফরে আগামীকাল চাঁদপুর ও মতলবে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া titu on চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর চরে পতিতাদের বিচরণ reaz on স্ত্রীর আত্মহত্যায় বাক প্রতিবন্ধী সেলিমের আর্তনাদ reaz on ১৯ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ সমাবেশ reaz on চাঁদপুরের পুরাণবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০ reaz on রাজারগাঁও ফের সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটতরাজ reaz on চাঁদপুরে বেসিক সার্ভিস ম্যানেজমেন্ট ট্রেনিং ফর নিউলি রিকুইটেড ডক্টরস প্রোগ্রাম উদ্বোধন Omar Faruk on মেয়ে সন্তান জন্মানোর জন্য মা দায়ী নন কেন ? Omar Faruk on মেয়ে সন্তান জন্মানোর জন্য মা দায়ী নন কেন ? sayed mirdha on চাঁদপুর প্রেসকাবে সন্ত্রাসী হামলা ও ভাংচুর আল-কোরআন তোমাদের কি এই ধারণা যে, তোমরা জান্নাতে চলে যাবে, অথচ সে লোকদের অবস্থা অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে অতীত হয়েছে। তাদের উপর এসেছে বিপদ ও কষ্ট। আর এমনি ভাবে শিহরিত হতে হয়েছে যাতে নবী ও তাঁর প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে পর্যন্ত একথা বলতে হয়েছে যে, কখন আসবে আল্লাহর সাহায্যে! তোমরা শোনে নাও, আল্লাহর সাহায্যে একান্তই নিকটবর্তী। [সূরা আল বাক্বারাহ -২১৪] হাদীস পড়ি জীবন গড়ি! ইবনে উমর রা. থেকে বর্ণিত , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সাথে শিরক করা, মাতাপিতার কথা অমান্য করা, হত্যা করা ও মিথ্যা কসম করা কবীরা গুনাহ। {সহীহ বুখারী ২/৯৮৭} বানী চিরন্তনী অজ্ঞের পক্ষে নিরবতাই সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না। - শেখ সাদী দিন পঞ্জিকা JUNE 2014 S M T W T F S « May 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ই-মেইলে নিয়মিত সংবাদ পেতে: আর্কাইভস সংবাদপত্র সমূহ বিডিনিউজ২৪, বাংলানিউজ২৪, প্রথম আলো , চাঁদপুর নিউজ২৪, কালের কন্ঠ , বাংলাদেশ প্রতিদিন, , Email:gofur.patwary@gmail RSS - Posts RSS -Abdul Gafur Patwary
Posted on: Thu, 12 Jun 2014 01:44:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015