কথায় কথায় প্রবাদবাক্য - TopicsExpress



          

কথায় কথায় প্রবাদবাক্য ব্যবহার করা কিন্তু আজকাল স্মার্টনেস প্রকাশ করার অন্যতম মাধ্যম । চলুন কিছু প্রবাদবাক্য জেনেনি। *. Pride goes before destruction -অতি দর্পে হতা লঙ্কা। *. Grasp all lose all -অতি লোভে তাঁতী নষ্ট। *. Too much courtesy,too much craft -অতি ভক্তি চোরের লক্ষণ। *. A little learning is a dangerous thing -অল্প বিদ্যা ভয়ঙ্করী। *. Empty vessel sound much -অসারের তর্জন গর্জন। *. Cut ur coat according to ur cloth -আয় বুঝে ব্যয় কর। *. Where there is a will,there is a way -ইচ্ছা থাকলে উপায় হয়। *.To cast pearls before swine -উলু বনে মুক্তা ছড়ানো। *. Morning shows the day -উঠন্তি মূলো পত্তনে চেনা যায়। *. It takes two make a quarrel -এক হাতে তালি বাজেনা।
Posted on: Mon, 12 Aug 2013 17:00:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015