( খবরটি গুরুত্বপূর্ণ মনে - TopicsExpress



          

( খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন ) প্রথম পাতা ome hared hosting PS Hosting edicated Hosting omain Name amsung Consumer electronics, this lobes best-selling mobile phone make eatures released the phone using a curl isplay screen. Reviews BBC. Called this niverse Circular, this mobile phone m eature a 5. 7in (14. 5cm) show. The act ick off comes simply days after rival L tated it would start production connect ith curved-screen telephones next alendar year. Digital show technologic now-how continues to be accelerating urled screens. Each Samsung and also reviously deliver curled normal light- mitting diode (OLED) tvs. 3G Search Search Samsung stated this curled tv screen s would likely help buyers work with so of the capabilities within the cellular phone, which includes those that perm people to test details such as time, peri and also overlooked cell phone calls whenever property tv screen is usually off of, with increased alleviate. powered by: orange bd CHIEF EDITOR: SHAIFUR RAHMAN SAGAR CHIEF EXECUTIVE-EDITOR: SHELENA AKTER PHONE/FAX: DHAKA- +88-02-9333023/ +8801783339328 ITALY- 0039-3346125521 NEWS-EMAIL: eurobdnews@gmail all right reserved eurobdnews.net ltd উপরে পুরুষদের খেলা দেখায় কারাগারে ব্রিটিশ নারী! ভিন্ন ডেস্ক পুরুষদের ভলিবল ম্যাচ দেখায় এক ব্রিটিশ নারীকে জেলে পাঠিয়েছে ইরান সরকার। ঘনচিচ ঘাভামি(২৫) নামের ওই নারী গত ২০ জুন ইরান- ইতালির মধ্যকার একটি ম্যাচ দেখতে ইরানের আজাদি স্টেডিয়ামে যান। এর কিছুদিন পর পুলিশ তাকে গ্রেফতার করে। ঘাভামির পরিবার জানিয়েছে, প্রায় ৪১ দিন সে জেলে আছে। ১৯৭৯ সালে ইরানে পুরুষদের কোনো খেলায় নারীদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়। এই আইনের প্রতিবাদে স্টেডিয়ামে খেলা দেখার চেষ্টা করেন ঘাভামি। তার সঙ্গে আরো কয়েকজন ছিলেন। তাদেরও আটক করা হয়েছে। ইরানের পুলিশ প্রধান ইসমাইল আহমাদি মগহাদাম জানান, বর্তমান আইনে আমরা নারী এবং পুরুষদের এক সঙ্গে স্টেডিয়ামে প্রবেশ করতে দিতে পারি না। ইরানের ব্রিটিশ দূতাবাস জানিয়েছে, এটা ইরানের নিজস্ব একটি শাসন ব্যবস্থা। অন্যদেরও বিষয়টি সম্পর্কে সচেতন হতে হবে। গ্রেফতারকৃতদের সাহায্য করার মতো কোনো চুক্তি দুই দেশের মধ্যে নেই। তাই সহসাই মিসেস ঘাভামিকে সাহায্য করা যাচ্ছে না। এদিকে আন্তর্জাতিক অ্যামনেস্টির যুক্তরাজ্যের এক মুখপাত্র জানিয়েছেন, তারা ঘাভামির গ্রেফতারের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।
Posted on: Fri, 12 Sep 2014 11:56:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015