গন্তব্যে যাওয়ার - TopicsExpress



          

গন্তব্যে যাওয়ার জন্য একটা খালি সি.এন.জি তে উঠলাম…। সি.এন.জি খালি থাকাতে ড্রাইভার স্টার্ট দিচ্ছিলো না…। তাই ভেতরে বসে থাকতে বাধ্য হলাম…। হটাৎ বাইরের একটা ঝগড়া নজর কাটলো… ঝগড়াটা এক বৃদ্ধ রিকশাচালক এবং একটা মেয়ের… →: চাচা ভাড়া নেন… : আফামনি ৩০ টাহা দ্যান… → : ভাড়া কত…?? ২০ টাকাই তো… : আফাগো ঈদের টাইম… ১০ টা টাহা বাড়ায়া দ্যান না… → : আপনারা কি দেশটাকে মগেরমুল্লুক পেয়েছেন নাকি…?? সামনে থেকে সরে যান…!! সি.এন.জি থেকে নামলাম… মেয়েটার অবস্থা দেখে বিত্তশালী বাবার মেয়ে বলেই মনে হয়… বয়স্ক লোকটার রিক্সাতে উঠলাম এবং গন্তব্যে যেতে বললাম… পথিমধ্যে লোকটাকে মেয়েটার কারনটা জিজ্ঞেস করলাম… সে বিশাল একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো… ভাই মাইয়াডা অমুক মেম্বরের একমাত্র মাইয়া… গত কাইল সুপার মার্কেট থেইকা ৮০০০ টাহা কইরা দুইখান হাখি ডেরেস (পাখি ড্রেস) কিনছিলো… অহন হছন্দ (পছন্দ) অয় নাই বইলাই আবার পাল্টায় নিতে আইছে… বড়লোক বাপের মাইয়া বইলাই ১০ টাহা বেশি ছাইছিলাম… হের পর তো আফনেই দেখলেন… মুখ থেকে মনের অজান্তেই এটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এল… লোকটা আবার বলা শুরু করলো… কেন ছাইছিলাম এবার হেইডা হুনেন ভাই… আমার ছোড়ো পোলাডা গত তিন ঈদে এক জামা দিয়াই কাড়াইছে… এইবার হে নতুন জামার লাইগা সকাল থেইকাই কানতেছে… পোলাডার কান্দন দেইখা জ্বর লইয়াও রিকসা লইয়া বাইর অইছি… পোলার জামার লাইগাই মেম্বরের মাইয়ার কাছ থেইকা ১০ টা টাহা বাড়তি ছাইছিলাম ভাই… রিক্সাতে বসে কথা গুলো শোনা আর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করা ছাড়া আর কোনো উপায়ই ছিলো না… অবশেষে গন্তব্য শেষ হলো… লোকটাকে ভাড়ার সাথে ১০ টাকা বাড়তি দিলাম… লোকটার চোখে মুখে প্রচন্ড উচ্ছ্বাস দেখতে পেলাম… এই শ্রেণীর লোকগুলো খুশি হলে শুধু একটা কাজই করতে পারে… আর তা হলো উপরওয়ালার কাছে দুই হাত তুলে দোয়া করা… বি.দ্র : অবশেষে A curious mind want to know that… দুইটা পাখি ড্রেস কিনে ১৬০০০ টাকা খরচ করা ওই মেয়েটার বাজেট থেকে ১০ টা টাকা যদি ওই রিক্সা চালক কে দিতো তাহলে কি খুব একটা ক্ষতি হয়ে যেতো…?? হিমু
Posted on: Tue, 29 Jul 2014 18:37:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015