গ্রুপে এর আগেও এই - TopicsExpress



          

গ্রুপে এর আগেও এই সংক্রান্ত পোস্ট দিয়েছিলাম, তবুও আবার দিলাম তাদের জন্য যারা আই টি এবং আই এনাবল্ড সার্ভিস উদ্যোক্তা আছেন এবং হবেন ভবিষ্যতে। আই টি সেক্টরের সাথে জড়িত অনেকেই জানেনা যে আই টি সেক্টর ২০১৯ সাল পর্যন্ত ট্যাক্স হলিডে পাচ্ছে। নিচে সংক্ষিপ্ত ভাবে সরকারী পরিপত্রের বর্ণণা দেয়া আছে। তথ্য প্রযুক্তি খাতে অর্জিত আয়কে ৩০ জুন ২০১৯ পর্যন্ত কর অব্যাহতি প্রদানঃ (চ) আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৬ষ্ঠ তফসিলের পার্ট- A এর প্যারা 33 সংশোধন করে Software Development অথবা Nationwide Telecommunication Transmission Network (NTTN) এবং Information Technology Enabled Service (ITES) খাতে অর্জিত আয়কে ৩০ জুন ২০১৯ পর্যন্ত কর অব্যাহতি প্রদান করা হয়েছে। ITES (IT Enabled Service includes: Web Hosting, eCommerce, Domain, Call center, BPO, Outsourcing, Web maintenance etc) সংশ্লিস্ট লিঙ্কে গেলে হয়তো আরো কিছু তথ্য পাবেন। taxmatebd/paripatra-3-2014-2015/
Posted on: Thu, 13 Nov 2014 06:28:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015