টিপ আমার পছন্দের। আমার - TopicsExpress



          

টিপ আমার পছন্দের। আমার খুব টিপ কেনার বাতিক আছে।শাড়ির সাথে তো পরতেই হয়।সালোয়ার কামিজের সাথেও পরি।এমনকি জিন্স টিশার্টের সাথেও কপালে একটা লাগিয়ে দেই।কাল আমার ফিজিশিয়ান বারবারা হেইন্স টিপ নিয়ে জানতে চাইলো।জেনে ঝলমলে হাসি দিয়ে বলল, Wow fantastic !! when youll come for next appointment, Ill wear it! বারবারা মেসির ফ্যান জেনে অত্যাধিক আনন্দে আমার কপালের টিপটি তাকে পরিয়ে দিলাম। দেখলাম সেই টিপে বারবারাকে অপ্সরীর মত লাগছিল। আর আমাকে? সেই দুঃখের কথা নাইবা বললাম!
Posted on: Sun, 13 Jul 2014 03:42:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015