তুমি দূনীতি করছ? - TopicsExpress



          

তুমি দূনীতি করছ? কর..... বিবেকের কাটঘড়ায় দাড়িয়ে কি জবাব দিবে? তুমি মানুষ টকাচ্ছ? টকাও। যেদিন তুমি বুডা হবে সেদিন তোমার ছেলের কাছে তুমি টকবে। ভিক্ষুককে ঘৃণা করছ? কর। তুমি যখন আল্লাহর কাছে ভিক্ষা কর তখন তিনি তোমায় কি করবেন। ভেবেছ? আমরা সবাই যে যার জায়গায় দাড়িয়ে কিছু না কিছু অন্যায় করছি। কিন্তু আমরা একবার ও তা নিয়ে কোনো অনুষোচনা করি না। বরং আমরা তা আরও বেশী করি। কেন? আমাদের বুঝা উচিত যে আমাদের ভবিষৎ আছে। আমাদের উত্তরীসূরী হবে। তারা কি আমাদের এ অপক্যমের জন্য দায়ী থাকবে না????? থাকবে। কেননা একই রক্তবহনকারী। ===> কাব্য
Posted on: Tue, 11 Nov 2014 05:47:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015