দীর্ঘদিন অনেক চেষ্টা এবং - TopicsExpress



          

দীর্ঘদিন অনেক চেষ্টা এবং প্রচুর টাকা নষ্ট করার পরো CNC প্রজেক্টটা চট্টগ্রামে চালু করতে না পেরে ঢাকার একটি প্রতিষ্ঠানে পানির দামে সেল করে দিছি। আমার এটাই লস প্রজেক্ট। যাক গত সপ্তাহে ঢাকা বাড্ডাতে দেখলাম যে মেশিনে আমি সফল হইনি তারা সে মেশিনে ধুমসে কাজ করছে। আসলে আমারই বোকামী ছিল। কোন একটি জিনিস নিজের নিয়ন্ত্রনে না থাকলে সেটাতে হাত দেয়া ঠিক না। আর CNC প্রজেক্টটা পুরোই ক্রিটিকাল একটি প্রজেক্ট। যত সহজ মনে করেছিলাম তত সহজে করতে পারিনি। এখানে অনেকগুলো ব্যাপার জড়িত ছিল। তাই নতুন উদ্যেক্তরা অবশ্যই কোন প্রজেক্ট এ হাত দেয়ার আগে সেটার পুরা ক্যালকুলেশন, আইডিয়া নিয়েই আসা দরকার। আমার হয়ত আরো অনেক প্রজেক্ট আছে বলে আমি সারভাইব করতে পেরেছি। কিন্তু যদি এটাই আমার প্রথম প্রজেক্ট হতো তাহলে হয়তো আমার উদ্যেক্তা হবার স্বপ্ন এখানেই মারা যেত। প্রায় ২২ লাখ টাকা খরচ করেছি এ প্রজেক্ট এ, মেশিন, ঘরভাড়া, স্টাফ বেতন বিদ্যুতবিল, টুলস এসবে। চারভাগের একভাগ দামে পরে সেটা হস্তান্তর করে কোন মতে হাঁফ ছেড়ে বেচেছি। যাক ঢাকা কারো CNC কাজ করাতে হলে আমার মেশিন যিনি নিছেন তার সাথে যোগাযোগ করতে পারেন। Wood & Tree Furniture তুহিন, ০১৬৭৫৮০০৬১৮, ০১৯৬৩২০২০২০, রহমতুল্লাহ গার্মেন্টস এর অপজিটে, সাতারকুল রোড, উত্তর বাড্ডা, ঢাকা।
Posted on: Wed, 13 Aug 2014 09:18:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015