ধানমণ্ডি ৪ নম্বরের খেলার - TopicsExpress



          

ধানমণ্ডি ৪ নম্বরের খেলার মাঠের পাশ দিয়ে ফুটপাত ধরে হাঁটছি। ওদিকে বেড়ার ওপারে একদল তরুণ ক্রিকেট খেলছে। তাদের বলটা আমার সামনে এসে পড়ল। আমি সেটা নিতে চেষ্টা করার আগেই সেটা গড়িয়ে পড়ল ড্রেনে। ড্রেন শুকনা ছিল। আমি ভাবলাম, যদি আমি বলটা কুড়িয়ে ওদের ফিরিয়ে না দেই, তাহলে ওদের অনেকটা পথ ঘুরে প্রথমে গেটে যেতে হবে, তারপর এখানে আসতে হবে, এসেও ওরা বলটা খুঁজে পাবে কিনা সন্দেহ। আমি বলটা কুড়িয়ে নেওয়ার জন্য ড্রেনে নামলাম। বলটা তুললাম। তারপর ছুড়ে মারার চেষ্টা করলাম। রাস্তা পেরিয়ে বলটা বেড়ার গায়ে গাছগাছালিতে লেগে বেড়ার এই পারেই পড়ে গেল। আমি ভাবলাম, কষ্ট যখন করেছিই ওদের কষ্ট লাঘবের জন্য, যাই আবার বলটা খুঁজে ওদের হাতে দিয়ে আসি। আমি রাস্তা পেরিয়ে ওই জঙ্গলের ভেতরে বলটা খুঁজতে লাগলাম। বেড়ার ধার ঘেঁসে। ওরা বেড়ার কাছে এসে দাঁড়িয়েছে। বলটা ওরাই আমার আগে খুঁজে পেয়েছে। একজন তরুণ, বয়স ১৭ কি ১৮ হবে, আমার সঙ্গে ফাজলামো করতে লাগল। বাহ, আংকেল, আপনি তো খুব ভালো বল খুঁজতে পারেন। ভালো হচ্ছে। ভালো হচ্ছে। এগিয়ে যান। বলটা ধরেন। বাহবা। আপনি পুরস্কার জিতবেন। নিন। বলটা দর্শনীয়ভাবে কুড়িয়ে নিন আংকেল। আমি বেশ বোকাসোকা মানুষ। ওরা যে আমাকে নিয়ে মজা করছে এটা বোঝার মতো বোকা অবশ্য না। আমার মনে হলো, বলটা নিয়ে আবার ড্রেনে ফেলে দিয়ে বলি, যাও, নিজেদের বল নিজেরা কুড়িয়ে নাও। আমি নিজেকে সংবরণ করলাম। বলটা ওদের হাতে তুলে দিলাম। ওরা ধন্যবাদ না দিয়ে খেলায় মেতে উঠল। আমি আবার নিজের পথে হাঁটতে লাগলাম।
Posted on: Mon, 26 Aug 2013 17:20:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015