নিউক্লিয়ার - TopicsExpress



          

নিউক্লিয়ার সাবমেরিন: পারমাণবিক চুল্লীতে উৎপাদিত শক্তি দিয়ে পরিচালিত ডুবোজাহাজ কে নিউক্লিয়ার সাবমেরিন বা পরমাণুশক্তিচালিত ডুবোজাহাজ বলা হয়। প্রথাগত যেসব ডুবোজাহাজ ডিজেল-তড়িৎ ইঞ্জিনে চালিত হয়, তাদের তুলনায় পারমাণবিক ডুবোজাহাজের অনেক সুবিধা রয়েছে। যেমন, পারমাণবিক ডুবোজাহাজ চালাতে বায়ুর দরকার নেই। ফলে ঘন ঘন সমূদ্র পৃষ্ঠে ফিরে আসতে হয় না। পারমাণবিক চুল্লীতে উৎপাদিত বিপুল পরিমাণ শক্তি দিয়ে এসব ডুবোজাহাজ দীর্ঘ সময় দ্রুত গতিতে চলাচল করতে পারে। এছাড়া এসব ডুবোজাহাজে ঘন ঘন জ্বালানী সরবরাহেরও দরকার নেই। কাজেই কর্মীদের খাদ্য সরবরাহ ছাড়া আর কোনো কারণে এসব ডুবোজাহাজকে নিয়মিতভাবে বন্দরে ভিড়তে বা সমূদ্র পৃষ্ঠে ফিরে আসতে হয় না। বর্তমানে প্রচলিত পারমাণবিক ডুবোজাহাজগুলো জ্বালানী পুনঃসরবরাহ না করেও তাদের ২৫ বছরের জীবদ্দশা কাটিয়ে দিতে পারে। তবে পরমাণুশক্তিচালিত ডুবোজাহাজের উচ্চমূল্যের কারণে অল্প কয়েকটি দেশের নৌবাহিনীতেই এমন ডুবোজাহাজ রয়েছে। চিত্রতে U.S. Ohio SSBN সাবমেরিন। ব্যবহারকারী: United States Navy Russian Navy British Royal Navy French Navy Chinese Peoples Liberation Army Navy Indian Navy আপনাদের রিকুয়েস্টের জন্য ধন্যবাদ। আরও info জানতে comment/inbox করুন। যদি পারেন তবে পেজটা Share করুন। কারন Defence Love দেশপ্রেমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। admin: /S\ © Bangladesh Ordnance & Defense : Project 2030
Posted on: Mon, 20 Oct 2014 03:54:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015