নীতিকথা আমরা কমবেশী সবাই - TopicsExpress



          

নীতিকথা আমরা কমবেশী সবাই জানি।অন্যকে উপদেশ দিতে গেলে তো আরো বেশী জানি।কিন্তু এসব কথা আমরা নিজেরা কতটুকু মানি??কেউ কি বলতে পারবেন যে আমি এই নিতীটা ১০০% মেনে চলি সবসময়?মনে হয়না পারবেন।আমি নিজেও না। ধরেন,কারো ঠান্ডা,কাশি,সর্দি হয়েছে।গলা ভেঙ্গে প্রায় কয়েক টুকরো।উনার এই অবস্থা দেখে বিভিন্ন জন বিভিন্ন সাজশন দিবে। ১.রং চা খাও। ২.গরম পানি লবন মিশিয়ে গরগরা করো। ৩.তুলসি পাতার রস খাও। ৪.কাচা আদা চিবায়ে খাও। ৫.নাপা খাও। ৬.না,হিস্টাসিন খাও। ৭.সরিসার তেল বুকে মাখো। ৮.রাতে গলা পেচিয়ে ঘুমাও......... ............ইত্যাদি আরো প্রায় ২০ টার বেশী সাজেশন আসবে। কিন্তু নিজের ক্ষেত্রে মেক্সিমাম মানুষ যা করে তা হল,-ধূর টাইম আছে?দুইদিন পরে নিজ থেকেই ঠিক হয়ে যাবে।বরং এর অজুহাত দেখিয়ে কিছুটা বাড়তি সুবিধা দায় করা যাবে ক্লাসে বা অফিসে।তাই নয় কি?? আমি দিনে এভারেজ ৬-৮ টা গোল্ডলিফ সিগারেট খাই।প্রতিটা ৬ টাকা করে।মানে হল ৮ টার দাম ৪৮ টাকা,মাসে ১৪৪০ টাকা ।যারা বেনসন খান তারা যদি ৮ টা খান তাহলে দাম পরে ৮০ টাকা,মাসে ২৪০০ টাকা।মেয়েদের ব্যাপারটা ঠিক জানিনা,তবে এটা বলতে পারি যে প্রতিদিন কম করে হলেও পাউডার,লিপষ্টিক,কাজল,আই-লাইনার ইত্যাদি মেকাপের পিছনে কম করে হলেও ৩০ টাকা তো খরচ করেই।আমি ড্যাম সিউর এ ব্যাপারে। চলেন আজকে থেকে একটা নিতীকথা মেনে চলার চেষ্টা করি আগামী দুইমাসের জন্য। কি সেটা? ছোট ছোট বালুকনা,বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ,সাগর অতল। নিজের ক্ষেত্রে যেহেতু সবাই উদাসীন সেহেতু অন্যের জন্যিই করি চলেন।আমাদের ক্লাউডের জন্য করি।রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ক্ষুধার্থ বাচ্চাটার জন্য করি চলেন। আমি আজ একটা মাটির ব্যাংক কিনে নিয়ে আসলাম।ছোট্ট,১০ টাকা নিল।এখন থেকে আমি প্রতিদিন একটা সিগারেট কম খাবো।আমি এ ব্যাপারে নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ।ডেইলি ৬ টাকা করে মাসে ১৮০ টাকা জমবে।এখান থেকে ১৫০ টাকা ক্লাউডের,১০ টাকা নতুন একটা ব্যাংক কিনার,আর ২০ টাকা আমার লাভ। সবাই এটা করি চলেন।মাত্র দুইমাস চেষ্টা করি।তারপর আশা করি অভ্যেশটা নিজ থেকেই ডেইলি রুটিনে অ্যাড হয়ে যাবে।যারা সিগারেট খান তারা একটা সিগারেট খাওয়া কমিয়ে দেন।যারা চা খান তারা এককাপ চা খাওয়া কমিয়ে দেন।যারা কিছুই খান না তারা ফোনে ২০ মিনিট কম কথা বলেন,যারা তাও করেন না,তারা দুই মিনিটের রাস্তা রিকশা না নিয়ে হেটে যান।মেয়েরা গালে,ঠোটে,চোখে কসমেটিকস এর ঘষা একটা কম দিন। মোটকথা চাইলেও সম্ভব।যদি চান তাহলে আপনি মাস্তান হতে পারেন,আবার চাইলে মস্তান ও হতে পারেন।আল্লাহ সব কিছুতেই আমাদের সঙ্গে থাকেন।ইচ্ছা এবং চেষ্টা আমাদের নিজেদের। এই ক্লাউড আমাদের।আমরা প্রত্যেকেই এর মালিক,এর দেখাশোনার দায়ীত্ব আমাদের সকলের,এর ভালো হলে আমাদের সবার সুনাম,মন্দ হলে সবার দুর্নাম।এখানে কেউ কারো ছে বড় না,কেউ ছোট না।সবাই সমান দায়ীত্বশীল।তাহলে আজ থেকেই এর ভালোর জন্য আমরা কাজ করতে থাকি চলেন,একসাথে। আর সাথে বাধভাঙ্গা আড্ডা তো আছেই...........। Collected- #ইমদাদুল_হক_সোহান । Foundation Link---- https://facebook/foundationcloud15?v=timeline&page=1§ionLoadingID=m_timeline_loading_div_1409554799_0_36_1&timeend=1409554799×tart=0&tm=AQBScpBbIV09oH3-&refid=17
Posted on: Tue, 26 Aug 2014 09:02:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015