নটরডেম কলেজ..... (কলেজটা - TopicsExpress



          

নটরডেম কলেজ..... (কলেজটা ভালো নাকি খারাপ, সেইটা পাঠকরা ভালো বলতে পারবেন, তাই মন্তব্য করলাম না) সহশিক্ষা কার্যক্রমের জন্য কলেজে ১৯ টা ক্লাব আছে। এর মধ্যে Notre Dame Writers Club নামক কোনো ক্লাব নাই।যেটা আছে সেইটা হল, নটরডেম লেখককুঞ্জ....। Notre Dame Writers Club শুধুই একটা facebook page... এর সাথে কলেজেরকোনো সম্পৃক্ততা নাই। এই page থেকে সম্প্রতি কিছু কলেজ(VNC,IDEAL,HOLY CROSS, CITY COLLEGE) এবং মেয়েদেরকে নিয়ে কিছু আপত্তিকর post দেয়া হয়েছে...... (যারা জানেন না, তাদের জন্য link... https://m.facebook/ndcwc?refid=46&sld=eyJzZWFyY2hfc2lkIjoiMmYyMjYwYzY2M2U3YWMzZmFkMGQwMDY4NTViNDU1ZGYiLCJxdWVyeSI6Ik5vdHJlIERhbWUgV3JpdGVycyBDbHViICIsInNlYXJjaF90eXBlIjoiU2VhcmNoIiwic2VxdWVuY2VfaWQiOjQ4MjU1MDgzMiwicGFnZV9udW1iZXIiOjEsImZpbHRlcl90eXBlIjoiU2VhcmNoIiwiZW50X2lkIjoxMzY0ODY2ODYzODAzMDAsInBvc2l0aW9uIjowLCJyZXN1bHRfdHlwZSI6Mjc0fQ%3D%3D অথবা, https://0.facebook/ndcwc?v=info&refid=17 ) আমি ব্যক্তিগতভাবে এইসব post এর বিরোধীতা করি। এই page এর admin নিজেকে ex-notredamian বলে পরিচয় দিয়েছেন। যদিও সে notredamian কিনা, তা নিয়ে আমি সন্দিগ্ধ।তার এইসব কাজ প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবেই কলেজ এবং তার ছাত্রদের সম্মান ক্ষুণ্ণ করছে নটরডেম কলেজ থেকে প্রতি বছর প্রায় ২৫০০ ছাত্র পাস করে বের হয়। সমুদ্রের পানিতে যেমন ২% লবণ থাকে, তাদের মধ্যেও এদের মত কিছু culprit থাকে, এদের কাজ দিয়ে কলেজ বা তার ছাত্রদের চরিত্র বিচার করা উচিত না। একজন নটরডেমিয়ান এর পরিচয় তার কাজে তার attitude এ, আর admin তার কাজ দিয়ে প্রমাণ করলো সে নটরডেমিয়ান না। সামান্য কিছু like এর জন্য কাউকে অপমান করা আসলেই ঘৃণ্য। (I personally hate that person & reported that page. I request you guys to report that page also)
Posted on: Fri, 05 Sep 2014 15:45:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015